মুম্বই: আইপিএলের (IPL) নিলাম কবে, জানিয়ে দিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ পটেল। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানালেন, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের ক্রিকেটার নিলামের আসর। সেই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন যে, লখনউ ও আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দুই দলকেই ড্রাফট চূড়ান্ত করে ফেলার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।



এদিকে, চিনা মোবাইল ফোন সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর নতুন স্পনসর হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা। আজ আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর থেকেই আইপিএল-এর স্পনসর হচ্ছে টাটা।


আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল এ বিষয়ে বলেছেন, ‘টাটা গ্রুপ আইপিএল-এর টাইটেল স্পনসর হচ্ছে।’


২,২০০ কোটি টাকায় ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার চুক্তি করে ভিভো। কিন্তু ২০২০ সালে গালওয়ানে ভারত-চিনের সেনা সংঘর্ষের পর এক বছরের জন্য আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে রাখা হয়নি ভিভোকে। যদিও গত আইপিএল-এ ফের টাইটেল স্পনসর হিসেবে দেখা যায় এই চিনা সংস্থাকে। যদিও এবার তারা সরে যাচ্ছে।


২০১৮ সালে যখন ভিভো প্রথমবার আইপিএল-এর টাইটেল স্পনসর হয়, তখন তারা প্রতি বছর ৪৪০ কোটি টাকা দেবে বলে চুক্তি করে। ২০২২ পর্যন্ত পাঁচ বছরের চুক্তি হলেও, ২০২০ সালের আইপিএল-এ যেহেতু ভিভোর বদলে ড্রিম ইলেভেন আইপিএল-এর টাইটেল স্পনসর হয়, তাই ভিভোর সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়িয়ে ২০২৩ পর্যন্ত করা হয়। তবে তার আগেই বিদায় নিল এই চিনা সংস্থা। এবার থেকেই হচ্ছে ‘টাটা আইপিএল’। ২০২৩ পর্যন্ত আইপিএল-এর টাইটেল স্পনসর থাকছে টাটা গ্রুপ। 


আজ আইপিএল চেয়ারম্যান আরও বলেছেন, ‘এতদিন আইপিএল-এর নতুন ফ্র্যাঞ্চাইজি আমদাবাদের অধিগ্রহণ করা নিয়ে সিভিসি ক্যাপিটালকে ছাড়পত্র দেওয়া হয়নি। এ বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে আজ গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিভিসি ক্যাপিটালের আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণের বিষয়টি অনুমোদিত হয়েছে। আজই লেটার অফ ইনটেন্ট দেওয়া হবে।’