দুবাই: চাপের মুখে মাত্র ৬০ বলে ৮৯ রান করে তিনিই ম্যাচে ফিরিয়েছিলেন কিংস ইলেভেন পঞ্জাবকে। তবু সুপার ওভারে নামানো হল না ময়ঙ্ক অগ্রবালকে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নির্ধারিত ২০ ওভারে টাই হয়ে যাওয়া ম্যাচে পঞ্জাবের হয়ে সুপার ওভারে ব্যাটিং করলেন কে এল রাহুল, নিকলাস পুরান ও গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ২ রানে বরাদ্দ ২ উইকেট হারিয়ে বসল পঞ্জাব। আইপিএলের ইতিহাসে সুপার ওভারে সবচেয়ে কম রান এটাই। মাত্র তিন বলে সেই রান পেরিয়ে ম্যাচ জিতল দিল্লি।

ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে প্রশ্ন তুললেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্টবোলার বললেন, 'কেন ময়ঙ্ককে পাঠানো হল না সুপার ওভারে ব্যাট করতে?' ৮৯ রান করে অরেঞ্জ ক্যাপ দখল করলেন ময়ঙ্কই। দল হারলেও তিন উইকেট নিয়ে পার্পল ক্যাপ পঞ্জাব পেসার মহম্মদ শামির। রবিবার যিনি মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।