দুবাই: ১৩ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে আইপিএলের ফাইনালে প্রথমবার খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। ফাইনালে তাদের টক্কর চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ফাইনালের আগে ধারে-ভারে মুম্বই ইন্ডিয়ান্স অনেকটাই এগিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ফাইনালে দিল্লি দলে এমন এক তুরুপের তাস রয়েছেন, যিনি প্রথমবার ট্রফি এনে দিতে পারেন। তিনি হলেন দিল্লির অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস। ফাইনালে গেম চেঞ্চার হয়ে উঠতে পারেন তিনি।
চলতি আইপিএলে দুরন্তে ছন্দে রয়েছেন স্টোয়নিস। কোয়ালিফায়ার ২ তে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে আক্রমণাত্মক ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে ওঠেন তিনি। মূলত তাঁর অলরাউন্ড পারফরম্যান্স দলকে প্রথমবার ফাইনালে পৌঁছে দিতে সাহায্য করে। ব্যাট হাতে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন তিনি।
কোয়ালিফায়ার ২ তে ম্যাচ একটা সময় সানরাইজার্সের দিকেই ঝুঁকে পড়েছিল। ওই সময় কেন উইলিয়ামসন দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই অফ কাটারে উইলিয়ামসনকে আউট করে ম্যাচের রং বদলে দেন তিনি। আউট হওয়ার আগে কিউয়ি অধিনায়ক ৪৪ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। তাঁকে আউট করার আগে স্টোয়নিস একই ধরনের বলে মণীশ পান্ডেকে তুলে নিয়েছিলেন।
মুম্বই ইন্ডিয়ান্সের দলে কায়রন পোলার্ড, হার্দিক পান্ড্য ও ক্রুণাল পান্ড্যর মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা রয়েছেন। স্টোয়নিসের স্লোয়ার ও বৈচিত্র্যময় বোলিং ফাইনালে দিল্লির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
স্টোয়নিস বলেছেন, আমি দেখতে চেয়েছিলাম গ্রিপ পদলে উইকেট নিতে পারি , না ওয়াইড ইয়র্কার ও স্লোয়ারে রণকৌশল বদলেছি। এ ধরনের বোলিং সবসময়ই কঠিন। মাঠে নেমে কোচ ও অধিনায়কের পরামর্শ অনুসারে বিভিন্ন ব্যাটসম্যানের জন্য ভিন্ন ভিন্ন রণকৌশল গ্রহণ করি।
চলতি সিজনে স্টোয়নিস এখনও পর্যন্ত ৩৫২ রানের সঙ্গে ১২ উইকেটও নিয়েছেন।
আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসের হয়ে গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2020 03:15 PM (IST)
১৩ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে আইপিএলের ফাইনালে প্রথমবার খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। ফাইনালে তাদের টক্কর চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ফাইনালের আগে ধারে-ভারে মুম্বই ইন্ডিয়ান্স অনেকটাই এগিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -