কলকাতা: আজ কলকাতায় পা রাখছেন মহেন্দ্র সিংহ ধোনি। তার আগে শুক্রবার চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে। আইপিএলের সারাদিনের সেরা ৫ খবরের ঝলক।


হায়দরাবাদের হার


জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্য খুব একটা বড় ছিল না, সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে চেন্নাই সুপার কিংসকে (CSK vs SRH) খুব একটা কষ্ট করতেও হল  না। ৮৭ রানের ওপেনিং পার্টনারশিপে ভর করে সহজেই সাত উইকেটে জয় পেল সিএসকে। ৫৭ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেভন কনওয়ে (Devon Conway)। এর ফলে চিপকে সানরাইজার্সের দুঃস্বপ্নের রেকর্ড অব্যাহত রইল। হলুদ ব্রিগেডের বিরুদ্ধে চার ম্যাচ খেলে চারটিতেই পরাজিত হল সানরাইজার্স। 


কলকাতায় ধোনি


রবিবার, ২৩ এপ্রিল ইডেনে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। এখন জনসাধারণের জন্য আইপিএলের যা টিকিট বিক্রি হয়, সবই অনলাইনে। যেদিন অনলাইনে কেকেআর বনাম সিএসকে ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল, সেদিন ২-৩ ঘণ্টার মধ্যে তা নিঃশেষ হয়ে যায়। জটায়ুর ভাষায়, সেলিং লাইক হট কচুরিস।


টানা তিন ম্যাচ হেরে রবিবার ইডেনে নামবেন নাইটরা। তবু উন্মাদনার কমতি নেই। কানায় কানায় ভরে যাবে গ্যালারি। ধোনি-দর্শনের সুযোগ কেউ হারাতে চাইছেন না। এমনকী, ন্যূনতম সাড়ে সাতশো টাকার টিকিটের জন্য হাজার দুয়েক টাকা দিতে রাজি হয়ে যাচ্ছেন অনেকেই। আর সেই ম্যাচে সবচেয়ে বড় কাঁটা হতে পারে প্রকৃতি। কলকাতা-সহ গোটা বাংলায় তীব্র দাবদাহ চলছিল। তবে সপ্তাহান্তে স্বস্তির বৃষ্টি নামতে পারে শহরে। শুক্রবার বিকেলেও দু-এক ফোঁটা ঝরল। আকাশের মুখ ভার। বৃষ্টির আশঙ্কায় গোটা মাঠ ঢেকে রাখা হয়েছে। যাতে ম্যাচের আগে দু-এক পশলা ঢাললেও মাঠ বা পিচ কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয়।


মঞ্চ প্রস্তুত। শুধু নায়কের প্রবেশের অপেক্ষা। শনিবার বিকেলে শহরে পৌঁছে যাচ্ছেন ধোনি। গ্যালারিতে রবিবার হলুদ রংয়ের ঢেউ উঠতে পারে। ধোনির সমর্থনে এতই উদ্দামতা কাজ করছে বঙ্গ ক্রিকেটপ্রেমীদের।


শ্রেয়সের অস্ত্রোপচার


শ্রেয়স আইয়ার দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন। সেই চোট থেকে মুক্তি পেতে অবশেষে তিনি অস্ত্রোপ্রচার করলেন। খবর অনুযায়ী লন্ডনে মঙ্গলবার, ১৮ এপ্রিল শ্রেয়সের অস্ত্রোপ্রচার সম্পূর্ণ হয়েছে। চোটের কারণে আইপিএলে খেলতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা হয়েছে নীতীশ রানাকে।


দিল্লির স্বস্তি


হইচই পড়ে গিয়েছিল কয়েকদিন আগে। জানা গিয়েছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে এসে ডেভিড ওয়ার্নাররা (David Warner) জানতে পারেন যে, প্রচুর ক্রিকেট সরঞ্জাম খোওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে ১৬টি ব্যাট। যার এক একটির মূল্য প্রায় ১ লক্ষ টাকা করে।


কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে আইপিএলে প্রথম জয়ের পরই স্বস্তির খবর দিলেন দিল্লি ক্যাপিটালসের (DC) অধিনায়ক ডেভিড ওয়ার্নার। জানালেন, চুরি যাওয়া সামগ্রী পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, পুলিশ ব্যাট, প্যাড, গ্লাভস ও অন্যান্য চুরি যাওয়া সরঞ্জাম খুঁজে পেয়েছে। ১৬টি ব্যাট ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ফিল সল্ট ও যশ ধূলের।


শুক্রবার ওয়ার্নার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ব্যাট ও অন্যান্য সরঞ্জামের ছবি দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, 'দুষ্কৃতীদের খুঁজে পাওয়া গিয়েছে। তবে এখনও কয়েকটি জিনিসের খোঁজ নেই। যাই হোক ধন্যবাদ'।


ফিরছেন আর্চার?


ডান কনুইয়ে ব্যথা অনুভব করেছিলেন। সেই কারণে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) প্রথম চার ম্যাচে খেলতে পারেননি। তবে এবার মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন জোফ্রা আর্চার (Jofra Archer)।


দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবছরই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ইংরেজ পেসার। ২ এপ্রিল আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছিলেন আর্চার। সেটাই ছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের জার্সিতে তাঁর অভিষেক। তবে সেই ম্যাচে নজর কাড়তে পারেননি আর্চার। ৪ ওভারে ৩৩ রান খরচ করেছিলেন। কোনও উইকেট পাননি। তারপর থেকেই আর খেলছেন না আর্চার। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার জানিয়েছিলেন, তাঁর সামান্য চোট রয়েছে।


তবে পরের সপ্তাহেই মাঠে দেখা যেতে পারে আর্চারকে। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে মুম্বই। সেই ম্যাচেও আর্চারকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। বৃহস্পতিবার নেটে ৪ ওভার বল করেন আর্চার। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডও আর্চারের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী।