সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: খুনের দায়ে (Murder Case) অভিযুক্ত পলাতক হোমগার্ডকর্মীকে মথুরা থেকে গ্রেফতার (Arrest) করল পুরুলিয়া সদর থানার পুলিশ (Police)। আজ অভিযুক্তকে পেশ করা হয় পুরুলিয়া জেলা আদালতে (Purulia District Court)।
হাসপাতালের শৌচালয় থেকে পালিয়েও শেষ রক্ষা হল না
উল্লেখ্য, ২০২১ সালের ৮ আগস্ট বলরামপুর থানার তিলাই গ্রামে এক ব্যাক্তিকে খুনের অভিযোগে গ্রেফতার হন হোমগার্ড কর্মী মুক্তিপদ কুমার। জেলা সংশোধনাগারে (Jail) থাকার সময় তাঁর শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় পুরুলিয়া সদর হাসপাতালে (Purulia Hospital) ভর্তি করা হয়। জানা গিয়েছে, গত ২২ ডিসেম্বর ২০২১ তারিখে শৌচালয়ের জানালা ভেঙ্গে পালিয়ে যায় ওই অভিযুক্ত। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে মথুরায় তাঁর উপস্থিতির খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ সেখানে রওনা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। আজই তাঁকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করে পুলিশ।
পলাতক বন্দির ঘটনা আরও একাধিক
প্রসঙ্গত, বাইশের নভেম্বরেও এমনই একটি ঘটনা ঘটেছিল। আসানসোল জেলা হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল এক বিচারাধীন বন্দি। জেল সূত্রে খবর আসে, চিকেন পক্সে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বন্দি নন্দিল ভিবলোরকে রাখা হয়েছিল বিশেষ সেলে। সেখান থেকেই পালিয়ে গিয়েছিল ওই বন্দি। খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে খবর, সালানপুরের বাসিন্দা ওই দুষ্কৃতীর বিরুদ্ধে পুরুলিয়া ও আসানসোলে একাধিক চুরির অভিযোগ।
আরও পড়ুন, কুলটির BJP বিধায়ক ও তাঁর ছেলের বিরুদ্ধে গরুপাচারের অভিযোগ !
লকআপ থেকে পালিয়ে যায় আরও এক বিচারাধীন বন্দি
অপরদিকে, সম্প্রতি রায়গঞ্জ মেডিকেলের হাসপাতাল (Raiganj Medical) লকআপ থেকে পালিয়ে যায় আরও এক বিচারাধীন বন্দি ( Undertrial Prisoner)।পুলিশ সূত্রে জানা যায়, মাদক পাচার সংক্রান্ত মামলায় সে বিচারাধীন ছিল। তবে এই নিয়ে একাধিকবার বন্দি পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে হাসপাতাল চত্বরে। পুলিশ সূত্রে জানা যায়, পলাতক ওই বন্দির নাম রোশন কুমার শাহ। বয়েস তার ২০ বছর। গত ১৬ মার্চ তাকে রায়গঞ্জ সংশোধনাগার থেকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর আসে, গত ১৬ মার্চ পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোশন কুমার শাহ। বাথরুমে যাওয়ার নাম করে ফলস সিলিং ভেঙে পালিয়ে যায় বলে অভিযোগ।