প্রথমে ব্যাট করে দিল্লি ডেয়ারডেভিলস ২০ ওভারে তোলে ১৬৮-৮। সঞ্জু স্যামসন আউট হয়ে যান মাত্র ২ রান করে। ঋষভ পন্থ ২২ বলে ৩৬ করেন। দিল্লির সর্বোচ্চ স্কোরার করুণ নায়ার। ৪৫ বলে ৬৪ রান করেন তিনি।
দিল্লির ব্যাটিংয়ের সময় দুরন্ত একটি ক্যাচে মাঠ মাতিয়ে দেন বেন স্টোকস। মহম্মদ শামির শট বাউন্ডারি লাইনে লাফ দিয়ে ক্যাচ ধরার পরেও স্টোকস দেখেন তিনি ভারসাম্য হারিয়ে বাউন্ডারির বাইরে পড়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে বলটি শূন্যে ছুড়ে দিয়ে বাউন্ডারির বাইরে থেকে ফের লাফিয়ে ভিতরে ঢুকে এসে ক্যাচটি ধরেন।
জয়ের জন্য রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে পুনে। কিন্তু মাঝে পর পর উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। শেষ ওভারে জয়ের জন্য পুনের দরকার ছিল ২৫ রান। কামিন্সের ওই ওভারের প্রথম দুটি বলে ছক্কা মেরে দলকে জয়ের কাছাকাছি নিয়ে চলে এসেছিলেন মনোজ তিওয়ারি (৪৫ বলে ৬০ রান)।কিন্তু মনোজ তৃতীয় বলে আউট হয়ে যান। সাত রানে জয়ী হয় দিল্লি।