মুম্বই: ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স।


এদিন টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা দুর্দান্ত করেছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও শিখর ধবন। ৩৪ বলে ৪৯ রান করেন ওয়ার্নার। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টা চার ও ২টা ছক্কায়। অপর ওপেনার ধবন করেন ৪৩ বলে ৪৮। তিনি ৫টি চার ও একটি ছক্কা মারেন। প্রথম উইকেটে ওঠে ৮১ রান।


কিন্তু, এরপর থেকেই ধস নামে হায়দরাবাদ ইনিংসে। এই দুজন ছাড়া আর মাত্র একজন দুই অঙ্কের ঘরে রান করেন। তিনি বেন কাটিং (১০ বলে ২০)। নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান তোলে হায়দরাবাদ। মুম্বই বোলারদের মধ্যে সেরা বোলিং করেন জশপ্রীত বুমরাহ(৩/২৪)। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন হরভজন সিংহ (২/২৩)।


জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। এদিন ফের ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কলকাতা ম্যাচের নায়ক নিতিন রাণা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান (৩৬ বল) করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ২টি ছয়ে। এছাড়া ভাল রান করেছেন ওপেনার পার্থিব পটেল (২৪ বলে ৩৯) এবং ক্রুনাল পাণ্ড্য (২০ বলে ৩৭)।


হায়দরাদের হয়ে তিনটি উইকেট দখল করেন ভূবনেশ্বর কুমার। আশীষ নেহরা, রশিদ খান ও দীপক হুডা পান একটি করে উইকেট।