চেন্নাই: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যতটা না রাঁচির, তার চেয়ে অনেক বেশি বোধহয় চেন্নাইয়ের। রাঁচিতে জন্ম হলেও, আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে দক্ষিণ ভারতের এই শহরের আপনজন হয়ে উঠেছেন ধোনি। তিনি চেন্নাইয়ে ‘থালা’ হিসেবে পরিচিত।
চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত যতবার আইপিএল-এ খেলেছে, প্রতিবারই দলের অধিনায়ক থেকেছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত বছর। আর কতদিন আইপিএল-এ খেলবেন তিনি? আজ এ বিষয়ে ধোনি নিজেই বিবৃতি দিয়েছেন। সিএসকে অধিনায়ক জানিয়েছেন, ‘আমি সবসময় ক্রিকেটের বিষয়ে পরিকল্পনামাফিক চলি। আমি শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম নিজের শহর রাঁচিতে। আশা করি আমার শেষ টি-২০ ম্যাচ হবে চেন্নাইয়ে। তবে সেটা আগামী বছরে হবে না পাঁচ বছর পরে, তা জানি না।’
চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে ধোনি আরও জানিয়েছেন, ‘আমি ২০২২-এর আইপিএল-এ সিএসকে-র হয়ে খেলব কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। এখনও অনেক দেরি আছে। ফলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। আমি এ ব্যাপারে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেব। আমার হাতে অনেক সময় আছে। এটা সব নভেম্বর মাস। ২০২২-এর আইপিএল হবে এপ্রিলে।’
ধোনির নেতৃত্বে এবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। তারপর থেকেই ধোনির আইপিএল থেকেও অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে ধোনি নিজে এ বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি আদৌ পরের মরশুমে আইপিএল-এ খেলবেন কি না, সেটা আজকের বক্তব্যেও পরিষ্কার হয়নি। তবে তিনি যেহেতু বলেছেন, শেষ টি-২০ ম্যাচ চেন্নাইয়ে খেলতে চান, ফলে আগামী মরশুমের আইপিএল-এ তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল। ক্রিকেটপ্রেমীদের আশা, আইপিএল-এ আরও কিছুদিন ধোনিকে খেলতে দেখা যাবে। তিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সফলতম অধিনায়ক হওয়ার পাশাপাশি আইপিএল-এও অন্যতম সফল অধিনায়ক। ফলে আইপিএল-এ তাঁর উপস্থিতি সবসময়ই আকর্ষণীয়। সেই কারণেই তাঁর আইপিএল-এ খেলা নিয়ে এত জল্পনা চলছে।