দুবাই : অপেক্ষার অবসান। ৮ থেকে বেড়ে এবার ১০। আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজির ঘোষণা করা হল সোমবার। দরপত্র নিয়ে কাটাছেঁড়ার পর দুই নতুন ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হয়। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, সিসিভি গ্রুপের দখলে আমদাবাদ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপে দখলে লখনউ থেকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি আইপিএলে খেলবে।
বিসিসিআই-র পক্ষ থেকে দরপত্র আহ্বানের পর মোট ২২ টি সংস্থার পক্ষ থেকে বিড করা হয়েছিল। যদিও কার্যত সেই অর্থে লড়াই চলেছে ৫-৬টি বিড ঘিরেই। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য ২ হাজার কোটি টাকা প্রারম্ভিক মূল্য দর চাওয়া হয়েছিল। এবার ফ্র্যাঞ্চাইজিদের দরপত্র জমা দেওয়ার থেকে সর্বোচ্চ তিনটি কোম্পানির কনসোর্টটিয়ামকেও ছাড় দেওয়া হয়েছিল। বিসিসিআই সূত্রের খবর, লখনউ ফ্র্যাঞ্চাইজির জন্য ৭ হাজার কোটি টাকার দরপত্র দিয়েছিল আরপিএসজি গ্রুপ।
আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে নেমেছিল আদানি গ্রুপ, গোয়েঙ্কা গ্রুপের মতো দেশের মতো সংস্থারা। দেশের অন্যতম বিত্তশালী ব্যক্তি গৌতম আদানির সংস্থা আদানি গ্রুপ দরপত্র আহ্বান করেছিল আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্য। পাশাপাশি লড়াইয়ে ছিল গোয়েঙ্কা গ্রুপ। মাঝে আইপিএলে দু'বছর খেলা রাইজিং পুনে সুপারজায়ান্টদের মালিকানা ছিল কলকাতার যে সংস্থার হাতে। পাশাপাশি এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলেরও মালিকানা যে সংস্থার অধীনে।
দেশের গণ্ডি ছাড়িয়ে দরপত্র জমা দেওয়া ল্যান্সার গ্রুপের দিকেও নজর ছিল। কারণ যে সংস্থার মালিকানা বিখ্যাত গ্লেজার গোষ্টীর হাতে রয়েছে। পৃথিবীর অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে যে গ্লেজার গোষ্টীর অধীনে। পাশাপাশি কোটাক, অরবিন্দ ফার্মা, টোরেন্ট-র মতো সংস্থাও দরপত্র অংশ নিয়েছিল।
১ লাখ দর্শকাসন বিশিষ্ট মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম ও ৭০ হাজার দর্শকাসন বিশিষ্ট লখনউয়ের একনা স্টেডিয়াম ছিল শহর দৌড়ে এগিয়ে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার দৌড়ে এগিয়ে। পাশাপাশি ছিল ইনদোর, গুয়াহাটি, কটক, ধরমশালা ও পুনে। কিন্তু শেষ পর্যন্ত আমদাবাদ ও লখনউ থেকেই নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে আইপিএল।
আরও পড়ুন- আইপিএলে আরও দুই ফ্র্যাঞ্চাইজি, কী জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়