বেঙ্গালুরু : চাকরি গেল সঞ্জয় বাঙ্গার ও মাইক হেসনের। টানা ব্যর্থতার জেরে শেষমেশ কোচিং স্টাফকে ছেঁটে ফেলল আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) তরফে সরকারিভাবে এখনও কিছু না জানানো হলেও সূত্রের খবর, আইপিএলে বিরাট কোহলি- ফাফ ডু প্লেসিদের কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গার (RCB Coach Sanjay Bangar) ও ক্রিকেট ডিরেক্টর হিসেবে মাইক হেসনকে (Mike Hesson) আর দেখা যাবে না। 


গত পাঁচ বছর ধরে আরসিবি শিবিরের থিঙ্ক ট্যাঙ্কের ভূমিকা পালন করছেন হেসন-বাঙ্গার। কিন্তু এখনও পর্যন্ত ব্যর্থতার রাস্তা পেরিয়ে আইপিএল ট্রফিজয়ের পথ খুঁজে পায়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি। কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে তারা গ্রুপপর্বে প্রথম চারে থেকেও প্রতিযোগিতা শেষ করতে ব্যর্থ হয়েছে। তার আগের আইপিএলে (IPL) অবশ্য এলিমিনেটর পর্যন্ত পৌঁছেছিলেন বিরাটরা। কোহলির সঙ্গে হেসন ও বাঙ্গার, দু'জনেরই পেশাদারি সম্পর্ক বেশ ভাল। তাই সেট হয়ে যাওয়া থিঙ্ক ট্যাঙ্কেই ভরসা রেখেছিল আরসিবি। কিন্তু সাফল্যের পথ না খোলায় এবার অন্য পথ ধরল তারা।


জানা যাচ্ছে, ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন ও সঞ্জয় বাঙ্গারের সঙ্গে আর চুক্তি বাড়াচ্ছে না আরসিবি। যদিও বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথকে রেখে দেওয়া হচ্ছে দায়িত্বে। বাঙ্গার-হেসন জমানার শেষে এবার আইপিএলে বিরাটদের ফ্র্যাঞ্চাইজিতে হেড স্যারের ভূমিকায় দেখা যাবে কাকে বা কাদের ? শোনা যাচ্ছে, তা নিয়ে খোঁজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। কাটাছেঁড়া চলছে কিছু নাম নিয়ে। নতুন ডিরেক্টর অফ ক্রিকেট ও হেড কোচ চূড়ান্ত হলেও তাঁদের নাম জানানোর পাশাপাশি বাঙ্গার-হেসন জমানার ইতির খবর সরকারিভাবে প্রকাশ করা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


প্রসঙ্গত, দিনকয়েক আগেই কোচবদল হয়েছে লখনউ সুপার জায়ান্টসে। গত মরশুমে হেড কোচের দায়িত্ব সামলানো অ্যান্ডি ফ্লাওয়ারকে বিদায় জানিয়ে প্রাক্তন অজি দলের কোচ তথা খেলোয়াড় জাস্টিন ল্যাঙ্গারকে দেওয়া হয়েছে দায়িত্ব। আরিসিবি শিবিরেরে দায়িত্বে কি প্রাক্তন জিম্বাবোয়ের খেলোয়াড়র ফ্লাওয়ারকে দেখা যেতে পারে ? তা নিয়ে অবশ্য কোনও তথ্য সামনে আসেনি। কোনও বিদেশি না ভারতীয়, দায়িত্বে কে বা কারা থাকবেন, তাও এই মুহূর্তে স্পষ্ট নয়। তবে হাই প্রোফাইল আরসিবি ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের দায়িত্বে কে বা কারা আসেন, সেদিকে অবশ্যই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। 


আরও পড়ুন- মায়ামিতে মেসির মাইনে কত ? বেতনের সঙ্গে লিও পাবেন আরও অনেক কিছু


আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial