কলকাতা : প্রাক্তন ও বর্তমান অধিনায়ক, বাদ দু'জনই। আগামী আইপিএলের (IPL 2022) রিটেনশন লিস্ট থেকে দীনেশ কার্তিক (Dinesh Kartick) ও অইন মর্গ্যানকে (Eion Morgan) বাদ দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় ঠাঁই পেলেন না শুভমন গিল (Subhman Gill), নীতিশ রাণা (Nitish Rana), কমলেশ নাগারকোটিরাও (Kamalesh Nagarkoti)। নতুন মেজাজে দল তৈরির ভাবনা নিয়ে অলরাউন্ডারদের ধরে রাখার দিকেই বাড়তি প্রাধান্য দিল নাইট ম্যানেজমেন্ট। সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore) ও চিফ কোচ ব্রেন্ডন ম্যাককালাম (Breandon Maccullam) আস্থা রাখলেন নাইট শিবিরকে অনেক যুদ্ধ জেতানো দুই ক্যারিবিয়ানের ওপর। পাশাপাশি সেই তালিকায় সংযোজিত হল গত আইপিএলে উজ্জ্বল হয়ে ওঠা দুই ভারতীয় ক্রিকেটার।


বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর মতোই আইপিএলের জন্য রিটেনশন লিস্ট ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্সও। যেখানে আন্দ্রে রাসেল (Andre Russel) ও সুনীল নারায়ণের (Sunil Narine) সঙ্গে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও ভেঙ্কটেস আইয়ারকে (Venkatesh Aiyer) ধরে রাখল কেকেআর। সর্বোচ্চ ১২ কোটি টাকা রাসেলের জন্য, ভেঙ্কটেশ ও বরুণের জন্য ৮ কোটি করে ও নারায়ণকে ধরে রাখতে ৬ কোটি টাকা খরচ করেছে কেকেআর। চারজন ক্রিকেটার ধরে রাখার পরে হাতে ৪৮ কোটি টাকা নিয়ে আগামী মাসের মেগা নিলামে নামবে তারা।






একঝলকে কোন দল ধরে রাখল কোন ক্রিকেটারদের-



  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩) - বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি) ও মহম্মদ সিরাজ (৭ কোটি)

  • মুম্বই ইন্ডিয়ান্স (৪) - রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কায়রন পোলার্ড (৬ কোটি)

  • পঞ্জাব কিংস (২)- মায়াঙ্ক আগারওয়াল (১২ কোটি), অর্শদীপ সিংহ (৪ কোটি)

  • সানরাইজার্স হায়দরাবাদ (৩)- কেন উইলিমাসন (১৪ কোটি), আব্দুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)।

  • চেন্নাই সুপার কিংস (৪)- রবীন্দ্র জাডেজা (১৬ কোটি), মহেন্দ্র সিংহ ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)

  • দিল্লি ক্যাপিটালস (৪)- ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), পৃথ্বী শা (৭.৫ কোটি), আনরিখ নোর্খে (৬.৫ কোটি)

  • কলকাতা নাইট রাইডার্স (৪)- আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেস আইয়ার (৮ কোটি), সুনীল নারায়ণ (৬ কোটি)

  • রাজস্থান রয়্যালস (৩)- সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)


আরও পড়ুন- নিলামে টেবিলে নিজেই উঠতে চেয়েছেন রশিদ! রিটেনশন লিস্টে দলে থাকলেন না যে বিশ্বকাঁপানো বিদেশিরা