মুম্বই: আগামী মরসুমে আইপিএলে নতুন ২টো দল খেলবে। আগেই বিসিসিআই এই বিষয়ে জানিয়ে দিয়েছিল। নতুন মরসুম শুরুর আগে মেগা নিলামও আয়োজিত হবে। সূত্রের খবর, পুরনো যে ৮টি দল রয়েছে, তারা কিছু প্লেয়ার ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে সংখ্যাটা হতে পারে ৪। বিসিসিআই এবং আইপিএল দলের মধ্যে আইপিএলে খেলোয়াড় ধরে রাখার বিষয়ে আলোচনা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, যে হয়ত ৪ জন পুরনো প্লেয়ার রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেক্ষেত্রে ২ জন দেশি ও ২ জন বিদেশি প্লেয়ার হতে পারে। তবে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি দল গড়ার অর্থ বাবদ ৯০ কোটি টাকা খরচ করতে পারবে। কিন্তু সেই অঙ্ক পরের ২ মরসুমে বেড়ে যাবে। বেড়ে যা হতে পারে ৯৫ কোটি এবং ১০০ কোটি। যদি কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের ধরে রাখতে চায়, তা হলে মূল অর্থ থেকে সেই ক্রিকেটারদের বেতনের অর্থ কেটে নেওয়া হবে।
এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আপাতত দুটি নতুন দলের জন্য সম্ভাব্য ক্রেতা খোঁজে রয়েছেন। সূত্রের খবর, বলিউডের তারকা দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন, দল কেনার দৌড়ে নাম লেখাতে চলেছেন।
২০ জন ক্রেতার মধ্যে অন্যতম নাম হতে পারে রণবীর ও দীপিকা। এই তারকা জুটি কয়েকটি সংস্থার মধ্যে অন্যতম যারা নতুন দুটি আইপিএল দলের জন্য বিড করছেন। তাঁদের যোগ্যতা পরীক্ষা করা হতে পারে কারণ দুটি নতুন দলের দর উঠতে পারে তিন হাজার কোটি টাকা পর্যন্ত। আইপিএল দল কেনার দৌড়ে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড (Man United) কর্তা গ্লেজার পরিবার (Glazer family), এক আমেরিকান কনসর্টিয়াম, একটি ফার্মা সংস্থা ও আরপিজি গোয়েঙ্কার কর্তারা।
আইপিএলের ২০২২ সালের মরসুমে, বিসিসিআই নতুন দুই দলের টেন্ডার ডকুমেন্ট কেনার ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, কিছু শর্ত মানলে বিদেশি বিনিয়োগকারীরাও দর জমা দিতে পারেন, কিন্তু বিসিসিআই কোনও বিদেশি সংস্থা বাছতে ইচ্ছুক নয়। খবর অনুযায়ী, তারা ভারতীয় ক্রেতারই খোঁজ করছেন।