মুম্বই: ২০২২ সালের আইপিএলে নতুন ২ টো দলকে দেখা যাবে। আর সেই ২টো দলের হোম গ্রাউন্ড হিসেবে মোট ৬টি শহরকে বাছাই করেছে বিসিসিআই। তার মধ্যে ২ টো হিন্দিভাষী শহরে আইপিএল ম্যাচ খেলা আয়োজনের ভাবনা চিন্তা রয়েছে বোর্ডের।


এরমধ্যেই বোর্ডের তরফে টেন্ডার ডাকা হয়েছে নতুন দুটো দলের জন্য। সেই নতুন ২টো দলের হোম গ্রাউন্ড হিসেবে দেখা যেতে পারে ২ টো নতুন শহরের মাঠ। তার জন্যই বাছাই করা হয়েছে ৬টি শহরকে। সূত্রের খবর, গুয়াহাটি, রাঁচি, কটক, আহমেদাবাদ, লখনউ ও ধরমশালার মধ্যে যে কোনও দুটো শহর হতে পারে ওই নতুন ২টো ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড। কানাঘুষো শোনা যাচ্ছে যে আহমেদাবাদ তালিকায় সবার আগে এগিয়ে। দ্বিতীয় মাঠ হিসেবে লড়াই গুয়াহাটি ও কটকের মধ্যে। আগামী মাসের মধ্যেই নিলাম পর্ব শেষ হয়ে যাবে। নতুন ২টো ফ্র্যাঞ্চাইজির জন্য ২ হাজার কোটি টাকা বেস প্রাইস ধার্য করেছে বিসিসিআই। আগে নতুন দলের বেসপ্রাইস ধার্য করা হয়েছিল ১৭০০ কোটি টাকা। সেই মূল্য বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। যে সংস্থা বার্ষিক ৩ হাজার কোটি টাকা বা তার বেশি আর্থিক লেনদেন (টার্নওভার) করে থাকে, একমাত্র তারাই আইপিএলের দল কেনার জন্য দরপত্র নিতে পারবে।


সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল দেশের উত্তর প্রান্ত থেকে ফ্র্যাঞ্চাইজি চাইছে কারণ ক্রিকেটের জনপ্রিয়তা। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মরসুমে গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসতে পারে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটাল বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গুয়াহাটি থেকে নতুন কোনও দল আসছে না। অন্য কোনও শহর থেকে নতুন দল আসতে পারে। 


৮ দলের পরিবর্তে ১০ দল নিয়ে ২০২২ সাল থেকে আয়োজিত হবে আইপিএল। অর্থাৎ, নতুন দুটি দল অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে একটু দলের মালিকানা সত্ত্ব বিক্রি করতে চেয়ে টেন্ডার ডেকেছে বোর্ড। ১০ লক্ষ টাকা ও তার সঙ্গে লাগু কর জমা করলে দরপত্র কিনতে পারবে যে কোনও সংস্থা। ৫ অক্টোবর পর্যন্ত দরপত্র দেওয়া যাবে বলে জানিয়েছে বোর্ড।