কলকাতা: গত মাসের নিলাম থেকে তাঁকে ন্যূনতম দর ২ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) তো জানিয়েই দিয়েছেন, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর পাশাপাশি তৃতীয় স্পিনার হিসাবে মুজিব উর রহমান থাকায় যে কোনও ব্যাটিং আতঙ্কে থাকবে।
আইপিএলের এখনও মাস কয়েক বাকি। তবে চিন্তায় কেকেআর। আফগান স্পিনারকে শেষ পর্যন্ত পাওয়া যাবে তো?
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন মুজিব। তাঁকে অন্য দেশে টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেয়নি সে দেশের বোর্ড। তারপরই আইপিএলে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার সেই উদ্বেগ আরও বাড়ল। কেন?
আফগানিস্তান ক্রিকেট বোর্ড ছাড়পত্র না দেওয়ায় মুজিবকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছে বিগ ব্যাশে তাঁর দল মেলবোর্ন রেনেগেডস। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কথা জানার পরে প্রথমে মেলবোর্ন জানিয়েছিল, তাদের কাছে কোনও নির্দেশিকা আসেনি। তাই বিগ ব্যাশের বাকি মরশুমে মুজিবের পাশে থাকবে দল। কিন্তু সোমবার একটি নতুন বিবৃতি দিয়ে মেলবোর্ন জানায়, আফগানিস্তান বোর্ডের বিজ্ঞপ্তি তারা পেয়েছে। মুজিবকে পাওয়া যাবে না। সেই কারণে তাঁকে দলের বাইরে রাখা হয়েছে। কত দিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অবশ্য জানায়নি মেলবোর্ন।
মুজিব উর রহমান (Mujeeb ur Rahman), ফজলহক ফারুকি (Fazalhaq Farooqi) ও নবীন উল হক (Neveen ul Haq) - তিন ক্রিকেটার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ছাড় চেয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মনে হয়েছে, দেশের চেয়ে প্রাইভেট লিগগুলিকে বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটারেরা। আর সেই কারণে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় নিজেদের ফেলতে চাইছেন না। চাইছেন, যাতে নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন দেশের লিগে খেলে বেড়ানো যায়। আর তা রুখতেই কড়া পদক্ষেপ করতে চাইছে আফগান ক্রিকেট বোর্ড।
আফগানিস্তানের ক্রিকেট বোর্ড (ACB) সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৪ সালের জন্য এই তিনজনের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি দেরিতে করা হবে। বিভিন্ন বাণিজ্যিক লিগে খেলাকে প্রাধান্য দেওয়ার জন্য তাঁদের নামে অভিযোগ তুলেছে বোর্ডের বিশেষ কমিটি।
আফগান বোর্ড সিদ্ধান্তে অনড় থাকলে সমস্যায় পড়তে হতে পারে শাহরুখ খান-জুহি চাওলার দলকেও।
আরও পড়ুন: নতুন চাকরি পেলেন সানা, জানালেন গর্বিত বাবা সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে