মুম্বই: আইপিএলের (Tata IPL 2024) মঞ্চে তিনি নেই। ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে নিয়েছিল তাঁকে। কিন্তু চােটের জন্য ছিটকে যান। গত বছর ওয়ান ডে বিশ্বকাপেও (ODI World Cup) ইংল্যান্ড দলে ছিলেন না চোটের জন্য। এবারের আইপিএলের (IPL 2024) আগে ফিট হয়ে উঠলেও নিজেই জানিয়েছিলেন যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন না তিনি। কিন্তু ভারতের মাটিতেই বিধ্বংসী মেজাজে বোলিং করলেন জোফ্রা আর্চার। ঘণ্টায় প্রায় দেড়শো কিমি গতিতে বল ভেঙে দিল স্টাম্প। আগামী ১৫ এপ্রিল থেকে শুরু কাউন্টি চ্যাম্পিয়নশিপ। তারই প্রস্তুতিতে নিজের কাউন্টি দল সাসেক্সের সঙ্গে ভারতে পা রেখেছেন ইংল্যান্ডের পেস ব্যাটারি। কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে সাসেক্সের বিরুদ্ধে ম্য়াচে খেলছিলেন জোফ্রা।


 






সাসেক্সের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে দুটো উইকেট নিয়েছেন জোফ্রা। একটি লেগবিফোর করেছেন। একটি তো পুরো স্টাম্প ভেঙে দিয়েছে। ২০২৩-এর মে মাসের পর থেকে আর্চারকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিতে দেখা যায়নি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন। 


 






বেঙ্গালুরুতে একটি স্কুলেও অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জোফ্রা। সেখানে গরীব বাচ্চাদের হাতে জামা কাপড় তুলে দিলেন ইংরেজ পেসার। সেই ছবিও সাসেক্সের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। 


২০২১ মার্চ থেকে ইংল্যান্ডের জার্সিতে মাত্র সাতটি সাদা বলের ফর্ম্য়াটে ম্য়াচে অংশ নিয়েছিলেন জোফ্রা। কিন্তু এরপরও ইসিবির চুক্তির আওতায় রয়েছেন তিনি। পিঠের ফ্র্য়াকটাক ও কনুইয়ের চোট বারবার ভুগিয়েছে ২৮ বছরের তরুণ পেসারকে। 


জোফ্রা আইপিএলে রাজস্থান রয়্যালসে প্রথমবার খেলেন। ব্যাট হাতেও লোয়ার অর্ডারে ভরজা জুগিয়েছেন ফ্র্যাঞ্চাইজিকে। কিন্তু ২০২২ সালে ইংরেজ পেসারকে ছেড়ে দেয় রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। এরপরই মুকেশ আম্বানির মালিকানাধীন মুম্বই তাঁকে দলে নেয়। যদিও গত দুটো মরশুমে জোফ্রাকে দেখা যায়নি আইপিএলের মঞ্চে।