হায়দরাবাদ: আজ আইপিএলের (IPL 2024) মহারণে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (SRH vs CSK)। সেই ম্যাচের আগে নিজের প্রাক্তন সিএসকে সতীর্থদের বিরিয়ানি খাওয়ালেন আম্বতি রায়াডু (Ambati Rayudu)।


হায়দরাবাদ মানেই বিরিয়ানি। নবাবের শহরের বিরিয়ানির খ্যাতি গোটা বিশ্বজুড়ে। সেখানে হায়দরাবাদে এসে সিএসকে ক্রিকেটাররা বিরিয়ানি চেখে দেখবেন না, এমনও হয় নাকি? ম্যাচের আগে গোটা সিএসকে দল উপভোগ করল বিরিয়ানির স্বাদ। আর এই বিরিয়ানি-পার্টির আয়োজক হলেন রায়াডু। হায়দরাবাদ রায়াডুর নিজের শহরও বটে। তাই তিনিই উদ্যোগ নিয়ে নিজের প্রাক্তন সতীর্থদের জন্য টিম হোটেলেই বিরিয়ানি-পার্টির আয়োজন করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সিএসকের তরফে পোস্ট করা হয়। 


 



 


ভিডিওটিতে সিএসকে তারকাদের জমিয়ে বিরিয়ানির মজা উপলব্ধি করতে দেখা যায়। শার্দুল ঠাকুর, অজিঙ্ক রাহানে থেকে রাজ্যবর্ধন হাঙ্গারগেকররা নিজেদের বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করেন নেন। রায়াডুকে ধন্যবাদও জানান সকলে। সিএসকের তরফে এই ভিডিওটির পাশাপাশি আরেকটি ছবিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে রবীন্দ্র জাডেজা, দীপক চাহার, শিবম দুবেরা রায়াডুর সঙ্গে ছবি তোলেন। ছবির ক্যাপশনে লেখা হয়, 'এটিআরের (আম্বাতি রায়াডু) শহরের বাধ্যতামূলক বিরিয়ানি-পার্টি।'


 






 


আজকের ম্য়াচে ইতিহাস অন্তত কিন্তু চেন্নাই সুপার কিংস পক্ষে। হলুদ ব্রিগেড মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে। সানরাইজার্স এবং সিএসকে মোট ২০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। সানরাইজার্স সেখানে মাত্র পাঁচটি ম্যাচ জিতেছে। ১৫টি ম্যাচেই জয় পেয়েছে চেন্নাইয়ের হলুদ ব্রিগেড। মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক রান করা হোক বা উইকেট নেওয়া, সবক্ষেত্রেই সিএসকে তারকাদের দাপট। এই লড়াইয়ে 'মিস্টার আইপিএল' সুরেশ রায়না সর্বাধিক ৪৩৪ রান করেছেন। অবশ্য রায়নার থেকে ১০ রান পিছিয়ে থাকা মহেন্দ্র সিংহ ধোনি এই ম্যাচেই তাঁকে পিছনে ফেলে দিতে পারেন। সর্বাধিক ২০টি উইকেট নেওয়ার কৃতিত্ব ডোয়েন ব্র্যাভোর দখলে। তাঁর আশেপাশেও অবশ্য কেউ নেই। তাই তাঁর রেকর্ড অক্ষতই থাকবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রত্যেক ছক্কায় ঘরে ঘরে সৌরবিদ্যুৎ, মহিলাদের উন্নয়ন, অভিনব উদ্যোগ নিল আইপিএলের এই দল