বেঙ্গালুরু: আইপিএলের নিলামে এবার যে তাঁর দর উঠতে চলেছে বিশাল, তার আন্দাজ পাওয়া গিয়েছিল আগেই। সেই মতোই নিলামে তাঁর দর উঠেছে ১০ কোটি টাকা পর্যন্ত। শেষ পর্যন্ত লখনউ ফ্র্যাঞ্চাইজি তুলে নিয়েছে এই তরুণ ব্যাটারকে। তবে নিজের এত দাম উঠবে, তা ভাবতেই পারেননি আবেশ। তিনি ভেবেছিলেন ৭ কোটি টাকা পর্যন্ত হয়ত নিলামে তাঁর দর উঠবে। কিন্তু তাও ছাপিয়ে গিয়েছে আবেশের দর। লাইভ নিলাম দেখতে পারেননি, পরের দিন সতীর্থ ভেঙ্কটেশ আইয়ারের থেকে খবর পেয়েছিলেন যে তাঁকে নিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি।


এক সাক্ষাৎকারে আবেশ বলেন, ''আমি নিলামটা লাইভ দেখতে পারিনি। ফ্লাইটে ছিলাম তখন। কিন্তু আশা করেছিলাম যে ৭ কোটি টাকা পর্যন্ত হয়ত আমার জন্য মোটামুটি দর উঠবে। তবে এতটা দাম পাব আশা করিনি।'' এরপরই মধ্যপ্রদেশের তরুণ আরও বলেন, ''দিল্লির হয়ে খেলেছিলাম এতদিন। একটা আলাদা আবেগ তো কাজ করেই। ফ্লাইট থেকে নামার পর ভেঙ্কটেশ আইয়ার আমাকে প্রথমবার খবরটি দেয় যে আমি লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলবে এখন।'' 


আবেশ আরও বলেন, ''ফ্লাইটে আমাকে নিয়ে মহম্মদ সিরাজ ও ঈশান কিষাণ লেগ পুলিং করছিল। ফ্লাইট থেকে নামার পর পন্থের সঙ্গে দেখা হয়েছিল। তখন ও আমাকে জড়িয়ে ধরে বলেছিল যে, তোমায় নিতে পারলাম না। আসলে ওর সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি। একসঙ্গে বয়সভিত্তিক টুর্নামেন্টেও খেলেছি আমরা। ড্রেসিংরুমে প্রচুর মজা করেছি। আমি আইপিএলের হাইলাইটস দেখেছিলাম, তখন দেখলাম যে আমার জন্য ৮ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত দর হাঁকিয়েছিল দিল্লি। কিন্তু ওদেরও একটা স্ট্র্যাটেজি থাকে, অন্য প্লেয়ারদেরও তো নিতে হবে, সেই মতো টিম কম্বিনেশন সাজাতে হয়।''


এবারই লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)  প্রথমবার আইপিএলে খেলতে নামবে।  তাই নিলামে (IPL Auction 2022) এই দলের ওপর সবার নজর ছিল। টিম ম্যানেজমেন্ট বহু ভেবেচিন্তে কয়েকজন তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের দলে সামিল করেছে। লখনউ সুপার জায়েন্টস এখনও পর্যন্ত ২১ জন ক্রিকেটারকে দলে নিয়েছে।  ৫৯ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিয়েছিল লখনউ সুপার জায়েন্টস।