নয়াদিল্লি: পিছিয়ে যাচ্ছে আইপিএল। আগামী ২৯ মার্চ ত্রয়োদশ আইপিএলের সূচনা হওয়ার কথা ছিল। এবার তা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এ কথা ফ্র্যাঞ্চাইজিগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে। এমনটা জানিয়ে দিল বিসিসিআই।
সংবাদসংস্থা কে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, সিদ্ধান্ত হয়েছে যে, সবচেয়ে ভালো উপায় হল টুর্নামেন্ট ১৫ এপ্রিল থেকে শুরু করা। তিনি বলেছেন, হ্যাঁ, টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখার ব্যাপারে অভ্যন্তরীন সিদ্ধান্ত হয়েছে এবং আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে টুর্নামেন্ট। বিসিসিআই ফ্র্যাঞ্জাইজিগুলিকেও এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরকার বুধবার আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কিছু অফিসিয়াল ক্যাটেগরি বাদে সমস্ত ভিসা বাতিল করেছে সরকার।
ফলে বিদেশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরপর এদিন দিল্লি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে দিল্লিতে আইপিএলের কোনও ম্যাচই হবে না। মহারাষ্ট্র সরকারও আইপিএলের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে।
দিল্লি সরকার আইপিলের কোনও ম্যাচ না হওয়ার ঘোষণার পর দিল্লির ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে ম্যাচ আয়োজনের সমস্যা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বোর্ড কোনও আগ্রহী রাজ্যে দর্শকহীনভাবে ম্যাচ আয়োজনের স্থানের খোঁজ শুরু করে বলেও সূত্র মারফত্ খবর পাওয়া যায়।
এরপর বোর্ড জানায় যে, করোনাভাইরাসজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, করোনাভাইরাসজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিসিসিআই সংশ্লিষ্ট সকলপক্ষ এবং সাধারণ মানুষের স্বার্থ সম্পর্কে সচেতন ও স্পর্শকাতর। অনুরাগী সহ আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট সকলের নিরাপদ ক্রিকেট অভিজ্ঞতা নিশ্চিত করতে বোর্ড সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে বোর্ড সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে চলেছে।
করোনা আতঙ্ক : পিছিয়ে গেল আইপিএল, শুরু ১৫ এপ্রিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2020 03:00 PM (IST)
পিছিয়ে যাচ্ছে আইপিএল। আগামী ২৯ মার্চ ত্রয়োদশ আইপিএলের সূচনা হওয়ার কথা ছিল। দিন পিছিয়ে ১৫ এপ্রিল থেকে এবারের টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এ কথা ফ্র্যাঞ্চাইজিগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে। এমনটা জানিয়ে দিল বিসিসিআই।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -