মুম্বই: আগামীকাল, শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা (এসজিএম)। আর সেই বৈঠকেই ঠিক হতে পারে আইপিএলের বাকি থাকা অংশের ভবিষ্যৎ।


করোনা অতিমারি প্রতিটি খেলাধুলোর মতো থাবা বসিয়েছে ক্রিকেটেও। অতিমারির জন্য গত মরসুমে করা যায়নি রঞ্জি ট্রফি। একই সঙ্গে আইপিএলও এবছর অর্ধেক হয়ে থেমে গিয়েছে। ভারতের মাটিতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার সেই সব কিছু নিয়েই শনিবার এসজিএমে বসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা।


করোনা আবহে আইপিএল শুরু হলেও সেটা শেষ হয়নি। আইপিএলে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ  কোচ সহ আরও কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ার কারণে আইপিএল মাঝ পথে স্থগিত করতে বাধ্য হয়েছিল বোর্ড। তবে যে সময় ভারতে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় করোনার প্রকোপ ছিল অনেকটাই বেশি। ফলে অসম্পূর্ণ আইপিএল সম্পূর্ণ করা হবে কি না, সেটাই এখন দেখার। সৌরভ নিজেই জানিয়েছিলেন যে, আইপিএল না হওয়ায় প্রায় আড়াই হাজার কোটি টাকার লোকসানের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বোর্ড সূত্রে খবর, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে পারে অসম্পূর্ণ আইপিএল।


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গও উঠতে পারে এসজিএমে। কারণ, এবছরের অক্টোবর মাসে ভারতেই হওয়ার কথা টি-টোয়েেন্টি বিশ্বকাপের। তবে করোনার কোপে কতটা সেই বিশ্বকাপ আয়োজন করা সম্ভব, সেটাই এখন মূল চ্যালেঞ্জ। বিকল্প ভেন্যু ভেবে রেখেছে আইসিসি। কীভাবে আরও শক্তিশালী জৈব সুরক্ষা বলয় তৈরি করে আইপিএল অনুষ্ঠিত করা যায়, তা নিয়ে শনিবার আলোচনা হতে পারে।


পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলার কথা ভারতের। তবে সেটা আর বিশ্বকাপের আগে হবে কি না, সেটা আলোচনার বিষয়। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও খেলার কথা ছিল ভারতীয় দলের। এর মাঝে আইপিএলের অসম্পূর্ণ অংশ আয়োজন করা হলে এই সিরিজগুলি হবে না বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি আগামী মরসুমে রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টের ভবিষ্যতও নির্ধারিত হতে পারে।