নয়াদিল্লি: ভারতীয় দলের বিশ্বজয়ের পরপরই ঋষভ পন্থের (Rishabh Pant) দলবদলের কানাঘুষো শোনা গিয়েছিল। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তরফে নাকি তারকা ক্রিকেটারকে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখানো হয়েছে। দিল্লি ক্যাপিটালস তাঁদের দলের অধিনায়ককে আসন্ন নিলামের (IPL Auction 2025) আগে রিটেন না করায়, সেই জল্পনা আরও বৃদ্ধি পায়। শোনা যাচ্ছিল পন্থের জন্য নাকি সিএসকে মেগা নিলামে ঝাঁপাতে পারে। এবার সেই সব জল্পনা নিয়ে মুখ খুললেন স্বয়ং সিএসকে সিইও কাশী বিশ্বনাথন।
মহেন্দ্র সিংহ ধোনি যে নিজের কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন, তা বলাই বাহুল্য। তাই অনেকেই মনে করছিলেন ভারতীয় দলের মতো হয়তো সিএসকেতেও ধোনির উত্তরসূরি হতে চলেছেন পন্থ। তবে তাতে কার্যত জল ঢেলে দিলেন কাশী। সিএসকে সিইও নিলামে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করে দিলেন এবং তাতে পন্থকে দলে নেওয়ার সম্ভাবনা যে অনেকটাই কমল, তা বলাই বাহুল্য।
নিলামের নিজেদের পরিকল্পনার বিষয়ে কাশী বিশ্বনাথন বলেন, 'আমাদের রুতুরাজ (গায়কোয়াড়), এমএস (ধোনি) এবং কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে রিটেনশনের বিষয়ে কথা বলেই সিদ্ধান্ত নিই। আমরা সেই আলোচনার পর ঠিক করি যে যারা সিএসকের উন্নতিতে, দলকে থিতু হতে সাহায্য করেছেন, তাঁরাই সিএসকের ভবিষ্যতের জন্য দলকে এগিয়ে নিয় যাওয়ার লক্ষ্যে সবথেকে গুরুত্বপূর্ণ।'
এই মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট যে সিএসকে ম্যানেজমেন্ট সর্বপ্রথম তাঁদের পুরনো খেলোয়াড়দের দলে নিতে ঝাঁপাবে। অতীতে তো এমনটা বারংবার হয়েছে। পাশাপাশি রুতুরাজ, জাডেজাদের মতো বড় তারকাদের রিটেন করায় যে দলের কাছে অবশিষ্ট টাকার সংখ্যা বেশ কম, তা সিএসকে ভালভাবেই জানে। সেই কারণেই ঋষভ পন্থের মতো তারকাদের জন্য বড় দামে কেনাটা যে হলুদ ব্রিগেডের পক্ষে বেশ কষ্টসাধ্য হবে, তা মেনে নিচ্ছেন কাশীও।
তিনি যোগ করেন, 'রিটেনশন তালিকাটা বাছাই করা খুব সোজাসাপ্টা ও সহজ ছিল। তবে এই তারকাদের রিটেন করলে যে আমদের নিলামের জন্য বেশি টাকা অবশিষ্ট থাকবে না, সেই বিষয়টা আমরা জানতাম। আমরা জানতাম যে সেরা ভারতীয় ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য বাকি দলগুলির সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। আমরা চেষ্টা তো করবই, তবে ওই মানের খেলোয়াড়দের দলে নেওয়া আমাদের পক্ষে বেশ কঠিনই হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ছয় ঘণ্টার দীর্ঘ বৈঠক, নিউজ়িল্যান্ড সিরিজ় হারের বোর্ডের পর কড়া প্রশ্নের মুখে রোহিত, গম্ভীর!