নয়াদিল্লি: আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের (MI vs CSK) দ্বৈরথ। আইপিএলের (IPL 2024) 'এল ক্লাসিকো'। সেই ম্যাচের আগেই সমর্থকদের উদ্দেশে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) এক বার্তায় চারিদিকে শোরগোল।
বছর তিনেক আগে, ২০২১ সালে সিএসকের খেতাবজয়ী আইপিএল দলের অঙ্গ ছিলেন চেতেশ্বর পূজারা। তিনি যদিও হলুদ ব্রিগেডের হয়ে একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি। তাও আজকের মহাদ্বৈরথের আগেই তাঁর এক পোস্টে পুনরায় সিএসকে শিবিরে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পূজারা লেখেন, '#SupperKings, এই মরশুমে তোমাদের দলে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি।'
পূজারাকে আইপিএলের এবারের নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। তবে কেউ চোট আঘাত পেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে তিনি দলে যোগ দিতেই পারেন। এই পোস্টের পরে অনেকেই মনে করেন তিনি হলুদ ব্রিগেডে পুনরায় যোগ দেওয়ারই পূর্বাভাস দিচ্ছেন। আসলেই কি তাই? অনেকেই ভারতীয় তারকার সিএসকেতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু করলেও, কয়েকজন নেটিজেন কিন্তু বিষয়টা যে ভিন্ন, তা ধরে ফেলেন। পূজারা পোস্টে সুপার কিংস লেখায় অতিরিক্ত 'P' লক্ষ্য করেন।
অর্থাৎ চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার কথা পূজারা বলেননি। বরং তাঁর এই পোস্টটি সম্পূর্ণ ভিন্ন কিছুর ইঙ্গিতবাহী। সেটা সুপার কিংস শিবিরের কোনও শো হতে পারে, বা সম্পূর্ণই ক্রিকেট ভিন্ন অন্য কিছুও হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দুঃস্বপ্নের শুরু, আইপিএল অভিষেকেই KKR-র বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়লেন LSG-র শামার জোসেফ