সন্দীপ সরকার, কলকাতা: একে রবিবার, তায় আবার নববর্ষ (Poila Baisakh)। হালখাতার আমেজ গায়ে মেখে বাঙালির দোকানে দোকানে ঘুরে বেড়ানোর দিন। পরিচিতদের সঙ্গে সময় কাটানোর অবসর। জমিয়ে খাওয়াদাওয়া। সিনেমা দেখা।
আর সেদিনই যদি হয়ে যায় ক্রিকেটের ককটেল। তাও আইপিএলে (IPL 2024)। বর্তমান প্রজন্মের প্রিয় ফর্ম্যাট- টি-টোয়েন্টি ক্রিকেটের লড়াই। ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। যে ম্যাচে কি না কলকাতা নাইট রাইডার্সের হয়ে গলা ফাটাতে হাজির স্বয়ং শাহরুখ খান (Shah Rukh Khan)।
বলা বাহুল্য, নতুন বছরের প্রথম দিন এর চেয়ে বড় বিনোদনের পসরা আম বাঙালি প্রত্যাশাও করতে পারত না। তবু, উৎসবমুখর দিনে ইডেন ভরল কই! প্রায় ৬৫ হাজারের গ্যালারিতে হাজার পঁয়তাল্লিশ মতো লোক খেলা দেখলেন প্রথমার্ধে। চড়া রোদ পড়লে সন্ধ্যায় ছবিটা একটু পাল্টায় কি না, তা নিয়ে অবশ্য কৌতূহল রয়ে গেল।
গ্যালারির ছবি মন না ভরালেও, মাঠে কেকেআরের খেলা নাইটপ্রেমীদের হতাশ করেনি। ঘরের মাঠে এটা আইপিএলে কেকেআরের দ্বিতীয় ইনিংস। ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ভিন শহরে তিন ম্যাচ খেলতে বেরিয়ে পড়েছিলেন শ্রেয়স আইয়াররা। রবিবার থেকেই ঘরের মাঠে দ্বিতীয় দফার খেলা শুরু হল কেকেআরের। ইডেনে টানা পাঁচ ম্যাচ খেলবেন নাইটরা। যার প্রথমটি রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (KKR vs LSG)।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। শুরু থেকেই চলল কেকেআর বোলারদের দাপট। দ্বিতীয় ওভারেই ছন্দে থাকা কুইন্টন ডি'কককে ফেরালেন বৈভব অরোরা। এই ম্যাচে ফিট হয়ে ফিরেছেন হর্ষিত রানাও (Harshit Rana)। সবচেয়ে স্বস্তির হল, মিচেল স্টার্ক বল হাতে প্রত্যাশা পূরণ করলেন। তাঁর বলে দীপক হুডার ক্যাচ ব্যাকওয়ার্ড পয়েন্টে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তালুবন্দি করলেন রামনদীপ সিংহ। শেষ ওভারে বিপজ্জনক হয়ে ওঠা নিকোলাস পুরানকেও ফেরালেন অস্ট্রেলীয় পেসার। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা আর্শাদ খানের স্টাম্প ছিটকে দিলেন শেষ বলে। গ্যালারিতে প্ল্যাকার্ড তুলে ধরা হল, 'স্টার্ক ইজ় আ স্টার।'
অনেক দিন পর বল হাতে ধারাল দেখাল সুনীল নারাইনকে। তাঁর কোন বলটা পড়ে ভেতরে ঢুকবে, আর কোনটা বাইরে যাবে, হদিশই পেলেন না লখনউ সুপার জায়ান্টস ব্যাটাররা। স্কোরবোর্ডে নারাইনের নামের পাশে জ্বলজ্বল করছে ৪ ওভারে ১৭ রানে এক উইকেট। বল হাতে ভেল্কি দেখালেন আন্দ্রে রাসেলও। সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিলেন। ফেরালেন কে এল রাহুলকে।
লখনউ ব্যাটারদের মধ্যে লড়াই করলেন শুধু রাহুল (২৭ বলে ৩৯ রান) ও নিকোলাস পুরান (৩২ বপলে ৪৫ রান)। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬১/৭ স্কোরে আটকে গেল লখনউ। যাদের বিরুদ্ধে আইপিএলে কখনও জেতেনি কেকেআর। এবার কি সেই হিসেব পাল্টাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।