চেন্নাই: খোশমেজাজে ক্রিস গেল। টানা তিন হারের পর তাঁর দল পঞ্জাব কিংস ম্যাচ জিতেছে। তাও আবার পাঁচবারের চ্যাম্পিয়ন, শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে। শুধু হারিয়ে লিখলেও ভুল, পঞ্জাব জিতেছে ৯ উইকেটে মুম্বইকে দুরমুশ করে।


তাই খুশিতে ডগমগ ক্রিস গেল। শরীরচর্চা করার ফাঁকে বলছেন, 'মোগ্যাম্বো কুশা...'। সতীর্থরা হেসে ভুল শুধরে দিচ্ছেন। বলছেন, 'কুশা নয়, কুশা নয়, খুশ হুয়া।' গেল হাসছেন। চিৎকার করে বলে উঠছেন অনিল কপূর-শ্রীদেবী অভিনীত কিংবদন্তি সিনেমা 'মিস্টার ইন্ডিয়া'য় অমরেশ পুরীর মুখের সেই বিখ্যাত সংলাপ, 'মোগ্যাম্বো খুশ হুয়া।' পঞ্জাব কিংসের তরফে শনিবার সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গেলের কীর্তি।


মহম্মদ শামি থেকে শুরু করে রবি বিষ্ণোই, এবিপি লাইভকে সাক্ষাৎকার দেওয়ার সময় পঞ্জাব দলের সকলেই বলেছেন যে, গেল হিন্দি বলতে ভালবাসেন। সতীর্থদের সঙ্গে সারাক্ষণ হিন্দিতে খুনসুটি করেন। তারই প্রতিফলন দেখা গিয়েছে পঞ্জাব কিংসের পোস্ট করা ভিডিওতে। ভিডিওটি মুহূর্তে ভাইরালও হয়েছে।



শুক্রবার শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে পঞ্জাব কিংস। সেই সঙ্গে প্লে-অফের দৌড়ে ফের ঢুকে পড়েছে পঞ্জাব। আর ব্যাট হাতে দলের জয়ের নায়ক অধিনায়ক কে এল রাহুল ও ক্রিস গেল। মুম্বইয়ের ১৩১ রান তাড়া করতে নেমে ঝকঝকে হাফসেঞ্চুরি করেন রাহুল। শুধু তাই নয়, দলকে ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৫২ বলে ৩টি চার ও ৩টি ছক্কা মেরে ৬০ রানে অপরাজিত ছিলেন রাহুল। গেলও ছিলেন মেজাজে। শুরুর দিকে দেখে খেলছিলেন। পরে হাত খোলেন। ৩৫ বলে ৫টি চার ও ২ ছক্কা মেরে ৪৩ রান করেন ক্যারিবিয়ান তারকা। ২.২ ওভার বাকি থাকতে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পঞ্জাব।


পঞ্জাব বোলারদের দাপটের দিন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের ব্যাটিং বেশ অস্বস্তিতে পড়ে যায়। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩১ রানে আটকে যায় মুম্বই। ৬ উইকেটের বিনিময়ে। একমাত্র লড়াই করেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। হিটম্যান রোহিত শর্মা ইনিংস ওপেন করতে নেমে ৫২ বলে ৬৩ রান করেন। যদিও সেই লড়াই ব্যর্থ হয়। ম্যাচ হেরে যায় মুম্বই।