নয়াদিল্লি: এক দিকে করোনা পরিস্থিতির জন্য যখন আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন এক ঝাঁক অস্ট্রেলীয় ক্রিকেটার, তখন দৃষ্টান্ত তৈরি করছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরই আর একটা অংশ। ভারতে করোনা পরিস্থিতি মোকাবিলায় অস্ট্রেলিয়া তথা কলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স পিএম কেয়ার্স ফান্ডে প্রায় ৩৮ লক্ষ টাকা দান করেছিলেন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ফাস্টবোলার ব্রেট লি। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অক্সিজেন পেতে নাকাল সাধারণ মানুষ। সেই অক্সিজেন সরবরাহের জন্যই এক বিটকয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লক্ষ টাকা) সাহায্য করলেন ব্রেট লি।


মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লি নিজেই জানিয়েছেন যে, ভারত তাঁর দ্বিতীয় বাড়ির মতো এবং এই অতিমারি পরিস্থিতিতে তিনি কিছু করতে চেয়েছিলেন। সেই জন্যই এই অর্থসাহায্য। লি লিখেছেন, 'ভারত বরাবরই আমার সেকেন্ড হোম। খেলার সময় এবং এমনকী, খেলা ছাড়ার পরেও এই দেশ থেকে যে ভালবাসা আর সম্মান পেয়েছি আমার হৃদয়ে সেটি একটি বিশেষ জায়গা করে নিয়েছে। সাম্প্রতিক অতিমারিতে মানুষ কষ্ট পাচ্ছে দেখে আমি খুব বিষণ্ণ। আমার মনে হয়েছে আমি ভাগ্যবান কারণ আমি ফারাক গড়ে দেওয়ার মতো জায়গায় রয়েছি এবং সেই কারণে আমি ক্রিপটো রিলিফ ফান্ডে এক বিটকয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লক্ষ টাকা) দান করলাম। সারা ভারতবর্ষ জুড়ে হাসপাতালে অক্সিজেন সরবরাহের জন্য যে অর্থ খরচ করা হবে।'



প্রাক্তন অজি ফাস্টবোলার আরও লিখেছেন, 'এখন প্রয়োজনের সময় এবং একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে থাকার সময়। সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আমি ধন্যবাদ দিতে চাই যাঁরা সামনের সারিতে থেকে দিনরাত এক করে যুদ্ধ করে চলেছেন। আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব, নিরাপদে থাকুন। সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। মাস্ক পরুন। হাত বারবার ধুতে থাকুন। প্রয়োজন ছাড়া বাইরে বেরবেন না।' প্যাট কামিন্সের প্রশংসাও করেছেন ব্রেট লি।