জোহানেসবার্গ: আইপিএল চলাকালীন আচমকাই জল্পনা শুরু হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসর ভেঙে কি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাবেন এ বি ডিভিলিয়ার্স? যদিও সেই জল্পনায় এবার জল ঢাললেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে আর দেখা যাবে না বলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পাকাপাকিভাবে জানিয়ে দিলেন এ বি।


করোনার ধাক্কায় আইপিএল স্থগিত হয়ে গিয়েছে মাঝপর্বে। এবারের আইপিএলে দারুণ ছন্দে ছিলেন এ বি। করোনার জন্য আইপিএল বাতিল হওয়ার আগে ৭ ম্যাচে ২০৭ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৫৮.৭৪। অবসর ভেঙে কি তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে দেখা যাবে? এই প্রশ্নে ডিভিলিয়ার্স সাংবাদিকদের বলেছিলেন, “আইপিএল খেলতে আসার আগে এই বিষয়ে বাউচির (মার্ক বাউচার) সঙ্গে কথা হয়েছিল। আমি তো দেশের হয়ে সবসময় খেলতে রাজি। তবে গত কয়েকদিনে ওর সঙ্গে এই ব্যাপারে আলোচনা হয়নি। আইপিএল শেষ হয়ে গেলে ওর সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব।” সঙ্গে বলেছিলেন, “আমি চাইলেই তো দলে ঢুকে যেতে পারি না। দল কেমন অবস্থায় আছে সেটাও বুঝতে হবে। নতুন ছেলেরা ভাল খেলছে। তবে আমার জন্য জায়গা ফাঁকা থাকলে আমি প্রস্তুত।”


ফের একবার দেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন এ বি। আইপিএল শুরু হওয়ার আগে এই বিষয়ে প্রাক্তন সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচারের সঙ্গেও একপ্রস্থ আলোচনা হয়েছিল। বাউচার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ও আইপিএলে যাওয়ার আগে এই ব্যাপারে কথা হয়। আলোচনা বেশ ভাল জায়গায় রয়েছে। এবি চাইছে আইপিএলে ভাল খেলে সকলকে দেখিয়ে দেবে যে, ও এখনও আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ছন্দে খেলার দক্ষতা রাখে। এখনও ব্যাট হাতে বিশ্ব ক্রিকেট শাসন করতে পারে।”

 

কিন্তু শেষ পর্যন্ত সেই অবস্থান বদল করলেন এ বি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হল।