মুম্বই: আজ থেকে শুরু হতে চলেছে আইপিএল (Ipl)। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে গতবারের ২ ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এবার নিলামে সব দলই নতুন করে সাজিয়েছে টিম। চেন্নাই (Chennai Super Kings) মোটামুটি তাঁদের পুরনো দলই ধরে রাখলেও, কলকাতা পুরো খোলনলচে প্রায় বদলে ফেলেছে। চেন্নাই ২ দিন আগে তাঁদের অধিনায়ক বদলেছে। ধোনি সরে যাওয়ার তাঁর বদলি হিসেবে রবীন্দ্র জাডেজা নতুন অধিনায়ক হয়েছেন। তেমনই কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে শ্রেয়স আইয়ারকে তুলে নিয়েছিল। তাঁকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। সূত্রের খবর, আজকের ম্যাচেই আইপিএলে অভিষেক হতে পারে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার রাজবর্ধন হাঙ্গারগেকরের।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্য়াচে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ
রুতুরাজ গায়কোয়াড, রবিন উথাপ্পা, ডেভন কনওয়ে, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), শিভম দুবে, মহেন্দ্র সিংহ ধোনি, ডোয়েন ব্র্যাভো, রাজবর্ধন হাঙ্গারগেকর, মহিশ থিকসানা, অ্যাডাম মিলনে
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্য়াচে নাইটদের সম্ভাব্য একাদশ
ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, চামিকা করুণারত্নে, শিভম মাভি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব
কারণ, প্রথম ম্যাচে দলের দুই সেরা বিদেশি পেসারের কাউকেই পাচ্ছে না কেকেআর। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে (Pat Cummins) যে টুর্নামেন্টের শুরুর দিকে পাওয়া যাবে না, তা আগেই ঠিক ছিল। কারণ, কামিন্স অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছেন। প্রথম পাঁচ ম্যাচে তাঁকে পাবে না কেকেআর। নাইট শিবির আশায় ছিল যে, কামিন্স না আসা পর্যন্ত দলের জোরে বোলিংকে নেতৃত্ব দেবেন টিম সাউদি (Tim Southee)। কিন্তু সদ্য বিয়ে করা সাউদির ভারতে আসতে দেরি হচ্ছে। প্রথম ম্যাচে তাঁকেও পাচ্ছে না কেকেআর।
আরো পড়ুন: প্রস্তুতির ফাঁকে সৌজন্য সাক্ষাৎ, মাহিকে জড়িয়ে ধরলেন বিরাট, ভাইরাল ভিডিও