চেন্নাই: তাঁর বয়স ৪৩-র গণ্ডি পার করেছে। সাম্প্রতিক সময়ে বারংবার চোট সমস্যাতেও ভুগেছেন তিনি। উপরন্তু, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে এক অভাবনীয় দৃশ্য় দেখতে পাওয়া যাওয়ার পরেই মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) অবসর নিয়ে জোর জল্পনা শোনা যায়। ধোনি কি সত্যি অবসর নিচ্ছেন? মাহি নিজেই এক পডকাস্টে নিজের আইপিএল অবসর নিয়ে মুখ খুলেছেন। 

শনিবার আইপিএলের ম্য়াচে (IPL 2025) ঘটনাটা ঠিক কী ঘটে, যে কারণে ধোনির অবসর নিয়ে জল্পনা ঘণীভূত হয়? পান সিংহ এবং দেবীকা দেবী, মাহির বাবা ও মা, দুইজনেই গতকাল দিল্লির বিরুদ্ধে ম্যাচ দেখতে চিপকে উপস্থিত ছিলেন। এই দৃশ্য সচরাচর দেখা যায় না বললেও কম বলা হবে। খুব ভুল না হলে এই প্রথমবার সিএসকের জার্সিতে ধোনির আইপিএল ম্যাচ দেখতে মাঠে জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন মাহির বাবা মা। ৪৩ বছর বয়সি কিংবদন্তির স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা তো মাঠে ছিলেনই। তবে তাঁদের প্রায়শই ধোনির হয়ে গলা ফাটাতে দেখা যায়। এ দৃশ্য নতুন নয়। কিন্তু মাহির বাবা মাকে মাঠে উপস্থিত দেখেই তাঁর অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু মাহির সাম্প্রতিক মন্তব্যে তাঁর অনুরাগীরা কিন্তু আশ্বস্তই হবেন।

ধোনিকে বলতে শোনা যায় যে তাঁর শরীর যতদিন দেবে, তিনি ততদিনই খেলবেন এবং আগেভাগে বেশি দূরের কথা তিনি ভাবতে চাইছেন না, বরং এক এক বছর করেই এগোতে চান। আইপিএলের রেকর্ড খেতাবজয়ী অধিনায়ক বলেন, 'না এখনই সময়টা আসেনি। আমি তো আইপিএলে এখনও খেলছি। জিনিসপত্র খুব সহজ সরল রাখতেই আমি পছন্দ করি। আমি এক এক বছর করে এগোচ্ছি। আমি এখন ৪৩। আইপিএল শেষ হতে হতে ৪৪ বছর হয়ে যাবে। তো তারপর আমার সামনে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য আরও ১০ মাস সময় থাকবে। তবে সিদ্ধান্তটা আমি নেব না। সিদ্ধান্তটা নেবে আমার শরীর। তাই এক এক বছর ধরে এগোচ্ছি। দেখা যাক কী হয়।'

আরসিবির বিরুদ্ধে নয় নম্বরে ব্যাট করা নিয়ে রীতিমতো চারিদিকে শোরগোল পড়ে গিয়েছিল। গতকাল তিনি অপরাজিত থাকলেও, দিল্লির বিরুদ্ধে সিএসকে জয়ের আশেপাশেও পৌঁছতে পারেনি। ফলে ধোনির দিকে ধেয়ে আসে সমালোচনা। বহুদিন ধরে হাঁটুর সমস্যাতেও ভুগছেন মাহি, করা হয়েছে অস্ত্রোপ্রচার। সেই কারণেই তাঁর শরীর নিয়ে উদ্বেগ রয়েইছে। তবে এ মরশুমের মাঝে যে তাঁর অবসরের সম্ভাবনা নেই, তা কিন্তু ধোনির এই মন্তব্যই কার্যত নিশ্চিত করে দিচ্ছে।