CSK vs DC LIVE Score: শেষবেলায় ধোনির ব্যাটে ঝড়, ২০ রানে ম্য়াচ জিতল দিল্লি ক্যাপিটালস

IPL 2024, CSK vs DC LIVE Score: আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস ২৯বার একে অপরের মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে দিল্লির থেকে অনেকটাই এগিয়ে চেন্নাই।

ABP Ananda Last Updated: 31 Mar 2024 11:27 PM

প্রেক্ষাপট

রবিবাসরীয় আইপিএলে (IPL 2024) আজ দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের (DC vs CSK) মহারণ। অর্থাৎ দুই ডাগ আউটে দুই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra...More

DC vs CSK Live Score: ধোনি ধামাকার পর ম্য়াচ জিতল দিল্লি

শেষ ওভারে ২০ রান তুললেন মহেন্দ্র সিংহ ধোনি। অপরাজিত থাকলেন ১৬ বলে ৩৭ রান করে। হাঁকালেন ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। ম্য়াচ জিততল দিল্লি।