CSK vs DC LIVE Score: শেষবেলায় ধোনির ব্যাটে ঝড়, ২০ রানে ম্য়াচ জিতল দিল্লি ক্যাপিটালস

IPL 2024, CSK vs DC LIVE Score: আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস ২৯বার একে অপরের মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে দিল্লির থেকে অনেকটাই এগিয়ে চেন্নাই।

ABP Ananda Last Updated: 31 Mar 2024 11:27 PM
DC vs CSK Live Score: ধোনি ধামাকার পর ম্য়াচ জিতল দিল্লি

শেষ ওভারে ২০ রান তুললেন মহেন্দ্র সিংহ ধোনি। অপরাজিত থাকলেন ১৬ বলে ৩৭ রান করে। হাঁকালেন ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। ম্য়াচ জিততল দিল্লি।

DC vs CSK Live: আউট দুবে

মুকেশের আরও এক শিকার। ক্যাচ আউট হলেন শিবম দুবে। ক্রিজে এলেন ধোনি।

DC vs CSK Live Score: নিজের প্রথম ওভারে ২ উইকেট নিলেন মুকেশ কুমার

আউট সমীর রিজভি। দুর্দান্ত ওভার করলেন মুকেশ কুমার। নিজের প্রথম ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন ডানহাতি পেসার।

DC vs CSK Live: আউট রাহানে

২৯ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রাহানে। এখনও ৩৯ বলে ৯০ রান প্রয়োজন চেন্নাই সুপার কিংসের।

DC vs CSK Live Score: আউট মিচেল

ড্যারেল মিচেল আউট। অক্ষর পটেলের বলে ক্যাচ আউট হলেন তিনি।

DC vs CSK Live: ৬ ওভারে সিএসকের স্কোর ৩২/২

পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৩২ রান বোর্ডে তুলে নিল চেন্নাই সুপার কিংস। 

DC vs CSK Live Score: প্রথম তিন ওভারেই দুই উইকেটের পতন সিএসকের

রান তাড়া করতে নেমে দ্রুত ২ উইকেট হারাল চেন্নাই। ১ রান করেই ফিরলেন রুতুরাজ। ১২ বলে ২ রান করে ফিরলেন রাচিন রবীন্দ্র। দুটো উইকেটই নিলেন খালিল আহমেদ।

DC vs CSK Live: ২০ ওভারে দিল্লির স্কোর ১৯১/৫

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে নিল দিল্লি ক্যাপিটালস। ৩ উইকেট নিলেন পাথিরানা।

DC vs CSK Live Score: অর্ধশতরান করে আউট পন্থ

প্রত্যাবর্তনের পর প্রথম অর্ধশতরান হাঁকালেন ঋষভ পন্থ। তবে ৩২ বলে ৫১ রান করেই আউট হলেন তিনি।

DC vs CSK Live: ১৬ ওভারে দিল্লির স্কোর ১৪৩/৪

১৬ ওভারে চার উইকেট হারিয়ে বোর্ডে ১৪৩ রান তুলে নিল দিল্লি ক্যাপিটালস। ক্রিজে আছেন পন্থ ও অক্ষর। 

DC vs CSK Live Score: আউট মার্শ

দেড়শোর বেশি গতির ইয়র্কারে মিচেল মার্শের স্টাম্প ভেঙে দিলেন পাথিরানা। 

DC vs CSK Live: ১৪ ওভারে দিল্লির স্কোর ১২৯/২

১৪ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২ উইকেট হারিয়ে ১২৯। ক্রিজে আছেন ঋষভ পন্থ ও মিচেল মার্শ। 

DC vs CSK Live Score: দিল্লির দ্বিতীয় উইকেটের পতন

দিল্লির দ্বিতীয় উইকেটের পতন। জাডেজার বলে আউট হলেন তিনি মহেন্দ্র সিংহ ধোনির হাতে ক্যাচ দিয়ে।

DC vs CSK Live: আউট ওয়ার্নার

দিল্লির প্রথম উইকেটের পতন। মুস্তাফিজুরের বলে ৫২ রান করে ক্যাচ আউট হয়ে ফিরলেন ডেভিড ওয়ার্নার। দুরন্ত ক্যাচ নিলেন মাথিসা পাথিরানা।

DC vs CSK Live Score: অর্ধশতরান ওয়ার্নারের

৩২ বলে অর্ধশতরান পূরণ করলেন ডেভিড ওয়ার্নার। ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকালেন অর্ধশতরান করার পথে।

DC vs CSK Live: ৬ ওভারে দিল্লির স্কোর ৬২/০

দিল্লির হয়ে ওপেনিংয়ে নামলেন পৃথ্বী ও ওয়ার্নার। পাওয়ার প্লে শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর বিনা উইকেটে ৬২ রান।

DC vs CSK Live Score: দিল্লি একাদশ পৃথ্বী

দিল্লি একাদশে সুযোগ পেলেন পৃথ্বী শ। ওয়ার্নারের সঙ্গে ওপেনে নামবেন তিনিই। তিনে নামবেন মিচেল মার্শ।

DC vs CSK Live: টস জিতে প্রথমে ব্যাটিং নিলেন দিল্লি অধিনায়ক পন্থ

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি অধিনায়ক।

প্রেক্ষাপট

রবিবাসরীয় আইপিএলে (IPL 2024) আজ দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের (DC vs CSK) মহারণ। অর্থাৎ দুই ডাগ আউটে দুই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) দেখা যাবে। এই মাঠেই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় মহেন্দ্র সিংহ ধোনির ধ্বংসাত্মক রূপ দেখা গিয়েছিল। শতরান হাঁকিয়েছিলেন ধোনি। ১৯ বছর আগে তখন ভারতীয় দলের নেতৃত্বে সৌরভ। আজ সেই মাঠে দুইজনেই ফের একবার উপস্থিত থাকবেন। তবে ভিন্ন ভিন্ন দলে। সিএসকের তারকা ক্রিকেটার ধোনি অধিনায়কত্ব ছাড়লেও, তাঁকে তরুণ রুতুরাজের সহায়তা করতে ফিল্ডিংয়ের সময় গাইড করতে দেখা গিয়েছে। অপরদিকে, দিল্লির জয়ের রূপরেখা তৈরির দায়িত্বে সৌরভ। লড়াইটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হবে।


আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস ২৯বার একে অপরের মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে দিল্লির থেকে অনেকটাই এগিয়ে চেন্নাই। দিল্লি যেখানে ১০টি ম্যাচ জিতেছে, সেখানে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সিএসকে ১৯টি ম্যাচ জিতেছে। 


বিশাখাপত্তনমের পিচ সাধারণ ব্যাটিং সহায়ক পিচ। ব্যাটাররা এখানে ব্যাটিং বেশ উপভোগ করেন। তবে ভাল পিচ সত্ত্বেও কিন্তু খুব বেশিবার দুশোর রানের গণ্ডি পার করতে পারেনি ব্যাটিং দলগুলি। এমনকী কোনও ব্যাটার সেঞ্চুরিও হাঁকাননি। মাঠে আগে বা পরে ব্যাট করলেও পরিণামে যে খুব প্রভাব পড়ে, তেমনটা নয়। ১৩টি আইপিএল ম্যাচে বিশাখাপত্তনমের এই মাঠে আগে ব্য়াট করা দল সাতবার জয় পেয়েছে। প্রথম ইনিংসে রানের গড় ১৫৮, দ্বিতীয় ইনিংসে তা কমে ১৩১ রান।


ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ম্যাচের শুরুর সময় ৩০ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার কথা । বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ম্যাচের সময় কিন্তু আর্দ্রতা ৭৫ শতাংশের মতো থাকার কথা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.