CSK vs GT Live Score: অব্যাহত ঘরের মাঠে জয়ের ধারা, গুজরাতের বিরুদ্ধে ৬৩ রানে জয়ী সিএসকে
IPL CSK vs GT Live Score: দুই দলের পাঁচ বার মুখোমুখি সাক্ষাতে চেন্নাই দুইবার এবং গুজরাত টাইটান্স তিনবার ম্যাচ জিতেছে।
ঘরের মাঠে চলতি মরশুমে জয়ের ধারা অব্যাহত রইল। ৬৩ রানে গুজরাতকে হারাল সিএসকে। ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৪৩ রানেই শেষ টাইটান্সের লড়াই।
অষ্টম উইকেট হারাল গুজরাত। ছয় রানে আউট মুস্তাফিজুরের বলে আউট হলেন রাহুল তেওয়াটিয়া।
পরপর দুই ওভারে দুই সাফল্য পেল সিএসকে। প্রথমে ৩৭ রানে সাই সুদর্শনকে ফেরান পাথিরানা। পরের ওভারেই ১১ রানে ওমারজ়াই তুষারের বলে আউট হলেন। চাপ বাড়ছে গুজরাতের। ১৬ ওভার শেষে গুজরাতের স্কোর ১২০/৬।
অনবদ্য ডাইভিং ক্যাচে দলকে বিরাট সাফল্য এনে দিলেন অজিঙ্ক রাহানে। সাই সুদর্শন ও মিলারের ৪১ রানের পার্টনারশিপ ভাঙলেন তুষার দেশপাণ্ডে। ছন্দে দেখানো মিলার আউট হলেন ২১ রানে। ১৩ ওভার শেষে গুজরাতের স্কোর ১০৩/৪। সুদর্শন ৩১ এবং ওমরজ়াই চার রানে ব্যাট করছেন।
ডারিল মিচেলের বলে বিজয় শঙ্কর ১২ রানে আউট হওয়ার গুজরাত ইনিংসের হাল ধরেছেন ডেভিড মিলার ও সাই সুদর্শন। মিলার ছয় ও সুদর্শন ১৫ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লের ছয় ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৪৩ রান তুলল গুজরাত টাইটান্স।
শুভমন গিলের পর আরেক গুজরাত ওপেনার ঋদ্ধিমান সাহাকেও ফেরালেন দীপক চাহার। পুল শটে ব্যাটে বলে ভাল সংযোগ হলেও, ঋদ্ধিমান সোজা স্কোয়ার লেগ ফিল্ডারের হাতে বল মেরে বসেন। ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারাল গুজরাত।
ব্যাট হাতে ঋদ্ধিমান সাহা গুজরাত টাইটান্সের হয়ে শুরুটা বেশ ভালই করেছিলেন। এক ছক্কা হাঁকান তাঁর ওপেনিং পার্টনার শুভমন গিলও। তবে দীপক চাহার মাত্র আট রানেই গিলের ইনিংস সমাপ্ত করলেন। তিন ওভার শেষে গুজরাত টাইটান্সের স্কোর ২৮/১।
ব্যাট হাতে ঋদ্ধিমান সাহা গুজরাত টাইটান্সের হয়ে শুরুটা বেশ ভালই করেছিলেন। এক ছক্কা হাঁকান তাঁর ওপেনিং পার্টনার শুভমন গিলও। তবে দীপক চাহার মাত্র আট রানেই গিলের ইনিংস সমাপ্ত করলেন। তিন ওভার শেষে গুজরাত টাইটান্সের স্কোর ২৮/১।
সিএসকের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে মাত্র আট রান উঠল। তাও গুজরাতকে বেশ চ্যালেঞ্জিং ২০৭ রানের টার্গেট দিল হলুদ বিগ্রেড। ডারিল মিচেল ২৪ ও জাডেজা সাত রানে অপরাজিত রইলেন।
অর্ধশতরানের পরেই ৫১ রানে দুবেকে সাজঘরে ফেরালেন রশিদ খান। তবে নেমেই সমির রিজ়ভি প্রথম বলেই রশিদকে ছক্কা হাঁকান। চার বলে ১৪ রান তোলেন তিনি। ১৯ ওভার শেষে সিএসকের স্কোর ১৯৮/৪।
২২ বলে নিজের সপ্তম আইপিএল অর্ধশতরান পূরণ করলেন শিবম দুবে। ১৮ ওভার শেষে সিএসকের স্কোর ১৮৩/৩।
স্পেনসার জনসনের বিরুদ্ধে পুল মারতে গিয়েই আউট হলেন রুতুরাজ গায়কোয়াড়। ৩৬ বলে ৪৬ রানে সাজঘরে ফিরলেন রুতু। তৃতীয় উইকেট হারাল সিএসকে। ১৪ ওভার শেষে সিএসকের স্কোর ১৪১/৩।
শতরানের গণ্ডি পার করার পরেই সিএসকের দ্বিতীয় ধাক্কা। একেবারেই ছন্দে দেখাচ্ছিল না রাহানেকে। ১২ রানে তাঁর ইনিংসে ইতি টানলেন সাই কিশোর।
ইনিংসের মাঝপথেই শতরানের গণ্ডি পার করে ফেলল চেন্নাই সুপার কিংস। ১০ ওভার শেষে সিএসকের স্কোর ১০৪ রানের বিনিময়ে এক উইকেট। রুতুরাজ গায়কোয়াড় ৪২ ও অজিঙ্ক রাহানে ১২ রানে ব্যাট করছেন।
বিধ্বংসী ফর্মে রবীন্দ্র তড়তড়িয়ে ব্যক্তিগত অর্ধশতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে শুভমন গিল তুরুপের তাস রশিদ খানকে বলে আনেন। মাত্র দ্বিতীয় বলেই রবীন্দ্রকে ফিরিয়ে অধিনায়কের ভরসার মান রাখেন রশিদ। ২০ বলে ৪৬ রানে আউট হলেন তিনি। দুরন্ত স্টাম্পিং করেন ঋদ্ধিমান সাহা। পাওয়ার প্লের ছয় ওভার শেষে সিএসকের স্কোর ৬৯/১।
বিধ্বংসী মেজাজে ইনিংস শুরু করেছেন সিএসকের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও রুতুরাজ গায়কোয়াড়। রবীন্দ্র ১৫ বলে ৩৭ ও রুতু ১২ বলে ১৩ রানে ব্যাট করছেন
প্রথম ওভারের শেষ বলে রুতুরাজ গায়কোয়াড় ওমারজ়াইয়ের বলে ক্যাচ তুলেছিলেন তবে সহজ ক্যাচ ফেলে দিলেন স্লিপে দাঁড়ানো সাই কিশোর। প্রথম ওভারে উঠল দুই রান। এই ক্যাচ মিসের কি খেসারত দিতে হবে গুজরাতকে?
গত মরশুমের ফাইনালে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। ম্যাচের শেষ দুই বলে ছক্কা ও চার মেরে দলকে জিতিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। তাঁর সেই কীর্তির জন্য ম্যাচ শুরুর আট মিনিট পর সিএসকে সমর্থকরা উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে বাহবা জানাবেন বলে খবর। জাডেজার জার্সি নম্বর আট, সেই কারণেই ম্যাচের অষ্টম মিনিটটিকেই তাঁকে বাহবা জানানোর সঠিক সময় বলে বেছে নেওয়া হয়েছে।
এই ম্য়াচে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে গুজরাত টাইটান্স। তবে সিএসকে দলে এক বদল ঘটানো হয়েছে। অবশ্য তা একাদশ নয়, ইমপ্যাক্ট খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কান স্পিনার মাহিশ থিকসানার বদলে দলে লঙ্কান ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকে নেওয়া হয়েছে।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিলের।
প্রেক্ষাপট
চেন্নাই: আজ আইপিএলে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স (CSK vs GT)। চলতি আইপিএলের (IPL 2024) ২ সবচেয়ে নতুন অধিনায়কের মুখোমুখি মহারণ। রুতুরাজ গায়কোয়াডের সামনে শুভমন গিল। সিএসকে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছিলেন রুতুরাজ। অন্য়দিকে গুজরাত টাইটান্সও প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে শুভমন গিলের নেতৃত্বে। গতবারের আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। কিন্তু গতবার সিএসকের দায়িত্বে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ও গুজরাত টাইটান্সের দায়িত্বে ছিলেন হার্দিক পাণ্ড্য।
অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচ খেলানোর পর ইতিমধ্যেই রুতুরাজ ও গিল দরাজ সার্টিফিকেট পেয়েছেন। কীভাবে দলের বিশ্বাস জিতে নিয়েছেন গিল অধিনায়ক হিসেবে তা জানিয়েছেন গুজরাত টাইটান্সের তরুণ পেসার স্পেনসার জনসন। অন্য়দিকে রুতুরাজের মাঠে ফিল্ডারদের নির্দেশনা। ফিল্ডিং সাজানো প্রভাব ফেলেছে চেন্নাই ম্য়াচেও। ধোনির ছত্রছায়ায় থেকে নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে চাইছেন তরুণ ওপেনার।
এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টইটান্স। আর তার মধ্যে তিনবারই জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত। তবে তা ছিল হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে। ২ বার জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে। এবার কিন্তু দুই নতুন অধিনায়কের লড়াই।
আজকের ম্য়াচে চেন্নাই তাঁদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রথমে ব্যাটিং করতে নামলে খেলাতে পারে মুস্তাফিজুর রহমনকে। শুরুতে শিভম দুবেকে নামিয়ে পরে মুস্তাফিজকে ফিল্ডিংয়ের সময় খেলানো যেতে পারে। প্রথম যদি সিএসকের ফিল্ডিং হয়, তবে ঠিক উল্টোটা হতে পারে। আবার গুজরাতের ক্ষেত্রে এই বিষয়টাই হবে সাই সুদর্শন ও মোহিত শর্মার ক্ষেত্রে। তবে দুটো দলই তাঁদের একাদশ বদলাবে না, এটুকু বলাই যায়।
সিএসকে শিবিরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন মাথিসা পাথিরানা। শ্রীলঙ্কার এই পেসার অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে কবে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবেন তা বলা মুশকিল। সেক্ষেত্রে আগের ম্য়াচের নায়ক মুস্তাফিজুরই কিন্তু একাদশে জায়গা পাকা করে নিয়েছেন আপাতত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -