CSK vs GT Live Score: অব্যাহত ঘরের মাঠে জয়ের ধারা, গুজরাতের বিরুদ্ধে ৬৩ রানে জয়ী সিএসকে

IPL CSK vs GT Live Score: দুই দলের পাঁচ বার মুখোমুখি সাক্ষাতে চেন্নাই দুইবার এবং গুজরাত টাইটান্স তিনবার ম্যাচ জিতেছে।

ABP Ananda Last Updated: 26 Mar 2024 11:43 PM

প্রেক্ষাপট

চেন্নাই: আজ আইপিএলে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স (CSK vs GT)। চলতি আইপিএলের (IPL 2024) ২ সবচেয়ে নতুন অধিনায়কের মুখোমুখি মহারণ। রুতুরাজ গায়কোয়াডের সামনে শুভমন গিল। সিএসকে অধিনায়ক...More

CSK vs GT Live: সিএসকের দ্বিতীয় জয়

ঘরের মাঠে চলতি মরশুমে জয়ের ধারা অব্যাহত রইল। ৬৩ রানে গুজরাতকে হারাল সিএসকে। ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৪৩ রানেই শেষ টাইটান্সের লড়াই।