Chennai Super Kings vs Punjab Kings: ১২৬ রানে শেষ চেন্নাইয়ের ইনিংস, ৫৪ রানে জয়ী পাঞ্জাব

CSK vs PBKS Live: গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার শুরুতেই হোঁচট খেয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। পরপর দুই ম্যাচ হেরেছে সিএসকে। আজ রবীন্দ্র জাডেজার দলের সামনে ময়ঙ্ক অগ্রবালের পাঞ্জাব কিংস।

abp ananda Last Updated: 03 Apr 2022 11:13 PM

প্রেক্ষাপট

মুম্বই: গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার শুরুতেই হোঁচট খেয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। পরপর দুই ম্যাচ হেরেছে সিএসকে। টুর্নামেন্ট শুরুর আগে নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। নতুন অধিনায়ক করা...More

CSK vs PBKS Live: ৫৪ রানে ম্যাচ জিতল পাঞ্জাব কিংস

রাহুল চাহারের বলে কট বিহাইন্ড ধোনি (২৩)। ওই ওভারেই ক্রিস জর্ডানকেও ফেরালেন তিনি। ১২৬ রানে অল আউট হয়ে গেল চেন্নাই। ৫৪ রানে ম্যাচ জিতল পাঞ্জাব কিংস।