Chennai Super Kings vs Punjab Kings: ১২৬ রানে শেষ চেন্নাইয়ের ইনিংস, ৫৪ রানে জয়ী পাঞ্জাব
CSK vs PBKS Live: গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার শুরুতেই হোঁচট খেয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। পরপর দুই ম্যাচ হেরেছে সিএসকে। আজ রবীন্দ্র জাডেজার দলের সামনে ময়ঙ্ক অগ্রবালের পাঞ্জাব কিংস।
রাহুল চাহারের বলে কট বিহাইন্ড ধোনি (২৩)। ওই ওভারেই ক্রিস জর্ডানকেও ফেরালেন তিনি। ১২৬ রানে অল আউট হয়ে গেল চেন্নাই। ৫৪ রানে ম্যাচ জিতল পাঞ্জাব কিংস।
১৭ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১২১/৮। ২৩ রানে অপরাজিত ধোনি।
ওডিয়েন স্মিথের বলে ফিরলেন অম্বাতি রায়াডু (১৩ রান)। দুরন্ত ক্যাচ উইকেটকিপার জিতেশ শর্মার। ১২ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৬৯/৫।
বৈভব অরোরার বলে ১৩ রান করে ফিরলেন রবিন উথাপ্পা। বৈভবের বলে কোনও রান না করে বোল্ড মঈন আলি। অর্শদীপের বলে কোনও রান না করে ফিরলেন জাডেজা। ৬ ওভারের শেষে সিএসকে ২৭/৪।
কাগিসো রাবাডার বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড়। সিএসকে-র স্কোর ২ ওভারে ১০/১।
২০ ওভারের শেষে পাঞ্জাব তুলল ১৮০/৮। ম্যাচ জিততে ধোনিদের করতে হবে ১৮১ রান।
১৭ বলে ২৬ রান করে আউট হলেন জিতেশ শর্মা। ৬ রান করে ফিরলেন শাহরুখ খান। ১৬ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ১৫২/৬।
ডোয়েন ব্র্যাভোকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি লিভিংস্টোনের। ২৭ বলে। শেষ পর্যন্ত ৩২ বলে ৬০ রান করে ফিরলেন জীডেজার বলে। ২৪ বলে ৩৩ রান করে আউট হলেন শিখর ধবন। ১১ ওভারে পাঞ্জাবের স্কোর ১১৫/৪।
ব্যাটে ঝড় লিয়াম লিভিংস্টোনের। মাত্র ১৯ বলে ৪৫ রান করে অপরাজিত তিনি। ৭ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৮২/২।
পরপর দু'ওভারে দু'উইকেট। প্রথম ওভারেই ময়ঙ্ককে (৪ রান) ফেরালেন মুকেশ চৌধুরী। পরের ওভারের রান আউট হলেন ভানুকা রাজাপক্ষে (৯ রান)। ২ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ১৭/২।
পাঞ্জাব দলে দুটি পরিবর্তন। সুযোগ পেলেন জিতেশ শর্মা ও বৈভব অরোরা। অন্যদিকে ক্রিস জর্ডানকে খেলাচ্ছে সিএসকে।
পাঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাডেজার।
পাঞ্জাবের বিরুদ্ধে মাইলফলকের সামনে মহেন্দ্র সিংহ ধোনি। কেরিয়ারের ৩৫০তম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছেন তিনি।
প্রেক্ষাপট
মুম্বই: গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার শুরুতেই হোঁচট খেয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। পরপর দুই ম্যাচ হেরেছে সিএসকে। টুর্নামেন্ট শুরুর আগে নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। নতুন অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। কেন ব্যর্থ হচ্ছে চেন্নাই সুপার কিংস? জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) খুঁজে পেয়েছেন কারণ।
শাস্ত্রী বলেছেন, 'দুই ওপেনারই রান না পেলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। পরপর দুই ম্যাচ হেরেছে চেন্নাই আর অন্তত একজন ওপেনারের রানে ফেরাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওদের নতুন অধিনায়ক চাপে রয়েছে। হ্যাঁ, ধোনি রান পাচ্ছে কিন্তু ওপেনারদের রানে ফিরতেই হবে। তা নাহলে টুর্নামেন্ট ক্রমশ কঠিন হয়ে পড়বে চেন্নাইয়ের।'
২ দলেই নতুন অধিনায়ক। শুধু তফাৎটা হল ২ টো দলের গড় বয়সে। একটি দলে তরুণ মুখ খুঁজতে গেলে দূরবীনে চোখ রাখতে হবে। আর একটি দল এবার পুরো নতুনভাবে গড়ে উঠেছে তারুন্য ও অভিজ্ঞতার সংমিশ্রনে। আজ আইপিএলে সেই দুটো দলেরই মুখোমুখি মহারণ। একদিকে চেন্নাই সুপার কিংস তো অন্যদিকে পাঞ্জাব কিংস। মুখোমুখি মহারণে এর আগে কতগুলো ম্যাচ খেলেছে তারা? কে এগিয়ে?
মুখোমুখি মহারণ ২ দলের
মোট ম্যাচ: এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে
চেন্নাই জয়ী: সর্বাধিক ১৫ বার জয় পেয়েছে সিএসকে
পাঞ্জাব জয়ী: বাকি ১০ বার জয় পেয়েছে পাঞ্জাব
দুটো দলের মধ্যে যারা সর্বাধিক রানের তালিকায় সবার ওপরে রয়েছেন সুরেশ রায়না। তিনি ৭১৩ রান করেছেন। তাঁর আইপিএল কেরিয়ারের একমাত্র সেঞ্চুরিও এসেছিল পাঞ্জাবের বিরুদ্ধে। তালিকায় পরের ২ টো নামও চেন্নাইয়ের। রয়েছেন ফাফ ডু প্লেসি ও মহেন্দ্র সিংহ ধোনি।
২ দল এবার কোথায় দাঁড়িয়ে
চেন্নাই প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে হেরেছে। দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের প্রথমবার আত্মপ্রকাশ করা লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধেও হারতে হয়েছে। ব্যাটিং বিভাগে খুব একটা ভাল করতে পারেনি এক দু জন ছাড়া। তবে আগের ম্যাচে ধোনি ধামাকা দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু রবীন্দ্র জাডেজার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বোলিং ইউনিটকে ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না তিনি, এমন প্রশ্নও তুলেছেন অনেকেই।
পাঞ্জাব অন্যদিকে প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারতে হয় তাদের। কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে পাঞ্জাবের হয়ে আগের ম্যাচে একাদশে জায়গা করে নিয়েছেন কাগিসো রাবাডা। শুক্রবার কলকাতার বিরুদ্ধে খেলেছেন তিনি। তবে জনি বেয়ারস্টোও কোয়ারেন্টিনে ছিলেন। সিএসকে ম্যাচে তাঁকে খেলাতেও পারে অবশ্য পাঞ্জাব শিবির। সেক্ষেত্রে পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইন আপে ভারসাম্য আরও বাড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -