Chennai Super Kings vs Royal Challengers Bangalore LIVE: অবশেষে জয়ের পথে চেন্নাই, ব্যাঙ্গালোরকে ২৩ রানে টেক্কা

CSK Vs RCB Live:৪ ম্যাচ খেলে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।অন্য়দিকে টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার তলানিতে রয়েছে সিএসকে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Apr 2022 11:33 PM
CSK Vs RCB Live Updates : ২০ ওভারে ৯ উইকেটে ১৯৩ রানে থামল ব্যাঙ্গালোর, ২৩ রানে ম্যাচ জিতল চেন্নাই

২০ ওভারে ৯ উইকেটে ১৯৩ রানে থামল ব্যাঙ্গালোর, ২৩ রানে ম্যাচ জিতল চেন্নাই

CSK Vs RCB Live : ১৭ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের

 ১৭ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের

CSK Vs RCB Live Updates : ১০০ রানের গণ্ডি টপকাল আরসিবি

১০০ রানের গণ্ডি টপকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১১ ওভারে ৪ উইকেটে ১০০ রান আরসিবির।

CSK Vs RCB Live : শুরুতেই ধাক্কা আরসিবি শিবিরে

ফাফ ডু প্লেসি (৮), বিরাট কোহলি (১) ও অনুজ রাওয়াত (১২) ফিরে গিয়েছেন সাজঘরে। ৬ ওভারে ৩ উইকেটে ৪২ রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।

CSK Vs RCB Live Updates : ২০ ওভারে ৫ উইকেটে ২১৫ রান তুলল সিএসকে

২০ ওভারে ৫ উইকেটে ২১৫ রান তুলল সিএসকে

CSK Vs RCB Live : ২০০ পার সিএসকে-র

রবীন উথাপ্পা ও শিবম দুবের দুরন্ত পার্টনারশিপ। ২০০ রানের গণ্ডি টপকে গেল চেন্নাই সুপার কিংস। ১৮.৩ ওভারে সিএসকে-র স্কোর ২ উইকেটে ২০০।

CSK Vs RCB Live Updates : উথাপ্পার অর্ধশতরান

রবীন উথাপ্পার অর্ধশতরান। ১৫ ওভারের শেষে সিএসকে-র স্কোর ২ উইকেটে ১৩৩ রান।

CSK Vs RCB Live : ১৩ ওভারে সিএসকে ১০৫/২

১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৫ রান বোর্ডে তুলে নিল চেন্নাই সুপার কিংস।

CSK Vs RCB Live Updates : ৯ ওভারে সিএসকে ৫৫/২

৯ ওভার শেষে সিএসকের স্কোর ২ উইকেট হারিয়ে ৫৫। ক্রিজে আছেন রবিন উথাপ্পা ও শিভম দুবে।

CSK Vs RCB Live : সিএসকের দ্বিতীয় উইকেটের পতন

ম্যাক্সওয়েলের ওভারে ফের উইকেট হারাল চেন্নাই। উথাপ্পার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন মঈন আলি। 

CSK Vs RCB Live Updates : সাজঘরে রুতুরাজ

রুতুরাজ গায়কোয়াড়ে (১৭) সাজঘরে ফেরালেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী জস হ্যাজেলউড। ৪ ওভারে ১ উইকেটে ১৯ রান সিএসকের।

CSK Vs RCB Live : কত হতে পারে ভাল স্কোর ?

তুলনামূলক রুক্ষ পিচ, পেসাররা সেভাবে খুব একটা সাহায্য সম্ভবত পাবেন না। সুবিধা হতে পারে স্পিনারদের। ১৭০ থেকে ১৮০ রান যে পিচে ভাল স্কোর হতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।

CSK Vs RCB Live Updates : অপরিবর্তিত চেন্নাই একাদশ, ব্যাঙ্গালোরে দুই বদল

অপরিবর্তিত চেন্নাই সুপার কিংসের একাদশ, ব্যাঙ্গালোর দলে দুই বদল। হর্ষল প্যাটেলের জায়গায় সুহাস প্রভুদেশাই ও ডেভিড উইলির স্থানে জস হ্যাজেলউড।

প্রেক্ষাপট

নবি মুম্বই : আইপিএলের আজ দক্ষিণী ডার্বি। ২২ গজে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামবেন ফাফ ডু প্লেসি। তাও আবার অধিনায়ক হিসেবে। আরসিবির অধিনায়ক হিসেবে। অন্যদিকে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) নেতৃত্ব থেকে অব্যহতি দেওয়ার পর সেই দায়িত্ব সামলাচ্ছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।


যদিও এখনও পর্যন্ত জাডেজার ঝুলিতে কোনও জয় আসেনি। প্রথম চার ম্যাচেই পরপর হারতে হয়েছে। অন্যদিকে আরসিবি অবশ্য প্রথম চার ম্যাচের মধ্যে একমাত্র প্রথম ম্য়াচে হেরেছে। এরপর শেষ ৩ ম্যাচে টানা জয় এসেছে তাঁদের। স্বভাবতই মঙ্গলবারের দ্বৈরথে নামার আগে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে বিরাটদের। আরসিবি শিবির ছেড়েছেন হর্ষল পটেল। নিজের বোনের মৃত্যুর জন্য তিনি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও শিবিরে পৌঁছেছেন অজি পেসার জস হ্যাজেলউড ও বেহেরনডর্ফ। 


অন্যদিকে চেন্নাই অবশ্য দলে বাড়িতে কোনও বদলের পথে হাঁটবে বলে মনে হয় না। কিন্তু এখনও পর্যন্ত চার বারের টুর্নামেন্ট চ্যাম্পিয়নদের চলতি মরসুমের পারফরম্যান্স কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজম্যান্টকে। যদিও আরসিবি ম্যাচ থেকেই জয়ের সরণীতে ফিরতে মরিয়া জাডেজারা। 


পয়েন্ট টেবিলে কে কোথায়?


৪ ম্যাচ খেলে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্য়দিকে টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার তলানিতে রয়েছে সিএসকে। মুম্বইও টানা ৪ ম্যাচ হেরেছে। কিন্তু রান রেটে তারা চেন্নাইয়ের থেকে এগিয়ে।





 





 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.