মুম্বই: আইপিএল আজ দুই উইকেটকিপার অধিনায়কের লড়াই। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। খাতায় কলমে কারা এগিয়ে? দুই দলের প্রথম একাদশে কাদের দেখা যাবে?


আগের ম্যাচে পঞ্জাব কিংসকে একপেশেভাবে হারিয়ে মানসিকভাবে চাঙ্গা সিএসকে শিবির। বোলিং বিভাগ, বিশেষ করে দীপক চাহার ছন্দে। আবার ব্য়াটসম্য়ানদের মধ্যে রানের মধ্যেই রয়েছেন সুরেশ রায়না। সিএসকে শিবিরের জন্য আরও ইতিবাচক খবর হল, নিভৃতবাস পর্ব মিটিয়ে খেলার জন্য তৈরি দক্ষিণ আফ্রিকার পেসার লুনগি এনগিডি। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলে ফিরে নিয়মমাফক কোয়ারেন্টিনে ছিলেন প্রোটিয়া পেসার। তারপর তিনি দলের প্র্যাক্টিসে যোগ দিয়েছেন। তিনি খেললে কি ডোয়েন ব্র্য়াভোকে বসাবে সিএসকে? কঠিন সিদ্ধান্ত নিতে হবে ক্যাপ্টেন কুল ধোনি ও কোচ স্টিভেন ফ্লেমিংকে।


গতবারের আইপিএল দ্রুত ভুলতে চাইবেন দুই দলের ক্রিকেটারেরাই। কারণ পয়েন্ট টেবিলের শেষ দুই জায়গায় ছিল সিএসকে ও আরআর। যদিও জোরদার ধাক্কা খেয়েছে রাজস্থান শিবির। চোটের জন্য দেশে ফিরে গিয়েছেন দলের সেরা অলরাউন্ডার তথা ব্যাটিং বোলিং দুই বিভাগেরই স্তম্ভ বেন স্টোকস। তাঁর হাতের আঙুল ভেঙেছে এবং গোটা আইপিএলে তিনি আর খেলতে পারবেন না। এমনই গুরুতর অবস্থা স্টোকসের য়ে, তাঁর হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। অন্যদিকে জোফ্রা আর্চারও এখনও সুস্থ নন। তবে রাজস্থান শিবিরকে স্বস্তি দেবে এবারের আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার ক্রিস মরিসের ফর্ম। আগের ম্যাচেই জিতিয়েছিল মরিসের ব্যাট। ফের কি তিনি জ্বলে উঠবেন?


সম্ভাব্য দল


চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড়/রবিন উথাপ্পা, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, স্যাম কারান, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়েন ব্র্যাভো/লুনগি এনগিডি, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।


রাজস্থান রয়্যালস: জস বাটলার, মনন ভোরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।