চেন্নাই: অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হল শ্রীলঙ্কার প্রবাদপ্রতিম ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের হার্টের আর্টারিতে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চেন্নাইয়ে যে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মুরলীধরন, সেখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কিংবদন্তি স্পিনার সুস্থ আছেন। আজ, সোমবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।


আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মেন্টর তিনি। আইপিএলের জন্য এখন ভারতেই আছেন। রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন মুথাইয়া মুরলীধরন। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবদন্তি অফস্পিনার। তাঁর হৃদপিণ্ডে সমস্যা ছিল বলে জানা গিয়েছে।


 



হাসপাতালের সরকারি বিবৃতি


শনিবারই ৪৯ বছরে পা দিয়েছেন প্রাক্তন এই অফস্পিনার। হায়দরাবাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, 'আইপিএলে আসার আগেই তাঁর হৃদযন্ত্রের সমস্যা আছে বলে জানান মুরলী। চেন্নাইয়ের হাসপাতালে যাওয়ার পর আঞ্জিওপ্লাস্টি হয় তাঁর। তবে এখন ভাল আছেন।'


শনিবার ছিল তাঁর জন্মদিন। ৪৯ বছর সম্পূর্ণ করেন এক সময় বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের ত্রাস মুরলী। দেশ-বিদেশের ক্রিকেটার ও অসংখ্য ভক্তদের শুভেচ্ছাবার্তা উপচে পড়েছিল দিনভর। তবে, তার পরের দিন অর্থাৎ রবিবারই জানা গেল যে, হৃদযন্ত্রে সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুরলীধরনের অসুস্থ হওয়ার খবর শোনামাত্র সারা বিশ্বের অগণিত ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। 



১৯৭২ সালের ১৭ এপ্রিল শ্রীলঙ্কার ক্যান্ডিতে জন্ম। পরবর্তীকালে শ্রীলঙ্কার বিশ্বখ্যাত অফস্পিনার মুরলীধরন হয়ে ওঠেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তি। তাঁর কীর্তি ক্রিকেট বিশ্বে অমলিন। টেস্ট এবং ওয়ান ডে মিলিয়ে সর্বোচ্চ উইকেটের অধিকারি তিনি। ৮০০ টেস্ট উইকেটের পাশাপাশি ওয়ান ডে তে ৫৩৪ উইকেট নিয়েও এভারেস্টের চূড়ায় বসে আছেন মুরলী। তিনিই একমাত্র বোলার টেস্ট ক্রিকেটে যিনি আটশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। তবে আরও একটি রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশিবার হাত ঘুরিয়েছেন মুরলীধরন। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি বল করার রেকর্ড শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুরলীধরনের। ১৯৯৩ সালে ওয়ান ডে-তে অভিষেক হয়েছিল। মুরলীধরন তাঁর কেরিয়ারে ৩৫০ ওয়ান ডে ম্যাচে ১৮৮১১টি বল করেছেন। ৫৩৪ উইকেট নিয়ে রান দিয়েছেন ১২ হাজার ৩২৬। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। টেস্টেও একাধিপত্য এই স্পিন জাদুকরের। কেরিয়ারে ১৩৩টি টেস্ট ম্যাচে বল করেছেন ৪৪ হাজার ৩৯টি। ৮০০ উইকেট নিয়ে রান দিয়েছেন ১৮ হাজার ১৮০৷ বিশ্বক্রিকেটের ইতিহাসে একটি আলাদা অধ্যায় হয়ে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি।