নয়াদিল্লি: চলতি মরশুমের আইপিএলের (IPL 2024) ৬৪তম ম্যাচে মাঠে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস (DC vs LSG)। দুুই দলের কাছেই আজকের ম্যাচটি মরণ-বাঁচন ম্যাচ। প্লে-অফে পৌঁছতে হলে দুই পয়েন্ট জরুরি নয়, দিল্লি ও লখনউ, উভয়ের ক্ষেত্রে দুই পয়েন্টই একমাত্র উপায়। এমন পরিস্থিতিতে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করাই যেতে পারে। 


লখনউ এবং দিল্লি, দুই দলই কিন্তু নিজেদের গত ম্যাচে পরাজিত হয়। লখনউকে একপেশে এক ম্যাচে ১০ উইকেটে উড়িয়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ওভারেরও কম সময়ে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করে জিতে যায় সানরাইজার্স। এরপরেই মাঠে উত্তেজিতভাবে অধিনায়ক রাহুলের সঙ্গে কথা বলতে দেখা যায় কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। গোটা ঘটনা দেখে মনে হয় রাহুলকে ভর্ৎসনাই করছিলেন গোয়েঙ্কা। সেই ঘটনা নিয়ে জোর তর্ক-বিতর্ক অব্যাহত। এমন পরিস্থিতিতে আজ মাঠে নামার কথা রাহুলের। তাঁর অধিনায়কত্ব যাওয়া থেকে দল বদল, সব বিষয় নিয়েই চর্চা হয়ে শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে রাহুল কেমন খেলেন সেইদিকে সকলের নজর থাকবে।


অপরদিকে, নিজেদের গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪৭ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে নির্বাসিত থাকায় খেলতে পারেননি অধিনায়ক ঋষভ পন্থ। তিনিও আজকের ম্যাচে প্রত্যাবর্তন ঘটাবেন। দুই অধিনায়কের দিকেই তাই আজকের ম্যাচে নজর থাকবে। 


কাদের ম্যাচ


আইপিএলে  মঙ্গলবার মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। 


কোথায় খেলা


মঙ্গলবারের ম্যাচ ক্যাপিটালসের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়াম, নয়াদিল্লিতে।


কখন শুরু


ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০, তার আধ ঘণ্টা আগে, ৭টায় হবে টস।


কোথায় দেখবেন


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার।


হেড-টু-হেড


এখনও পর্যন্ত লখনউ এবং দিল্লি আইপিএলে একে অপরের বিরুদ্ধে চারবার মুখোমুখি হয়েছ। সেই চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে লখনউ। মাত্র এক ম্যাচ জিতেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পডুন: মরণ-বাঁচন ম্যাচে দিল্লির মুখোমুখি লখনউ, কিন্তু দলের সঙ্গে গেলেনই না কেএল রাহুল?