DC vs PBKS, Live Updates: ৫৭ বল বাকি থাকতে ৯ উইকেটে পাঞ্জাবকে দুরমুশ করল দিল্লি

IPL 2022, DC vs PBKS Live: ফের আইপিএলে (IPL) করোনার রক্তচক্ষু। আক্রান্ত দিল্লি ক্যাপিটালস (DC) শিবিরের বেশ কয়েকজন। সেই আতঙ্কের আবহেই আজ, বুধবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি পাঞ্জাব কিংস (PBKS)।

abp ananda Last Updated: 20 Apr 2022 10:18 PM

প্রেক্ষাপট

মুম্বই: ফের আইপিএলে (IPL) করোনার রক্তচক্ষু। আক্রান্ত দিল্লি ক্যাপিটালস (DC) শিবিরের বেশ কয়েকজন। সেই আতঙ্কের আবহেই আজ, বুধবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি পাঞ্জাব কিংস (PBKS)। করোনা সংক্রমণ ঠেকাতে যে ম্যাচ পুণেতে হওয়ার...More

DC vs PBKS Live: ৯ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস

ঝোড়ো হাফসেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের। বড় রান পৃথ্বী শ-র। ৫৭ বল বাকি থাকতে ৯ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস।