নয়াদিল্লি: ১২ এপ্রিল ভারত থেকে দেশে ফিরে গিয়েছিলেন মিচেশ মার্শ (Mitchell Marsh)। তিনি যে আর আইপিএলের বাকি ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না, তার পূর্বাভাস আগেই দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রধান কোচ রিকি পন্টিং। এবার মার্শের বদলি ক্রিকেটার বেছে নিল ক্যাপিটালস। দিল্লির দলে যোগ দিলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার গুলবদিন নাইব (Gulbadin Naib)।
মার্শ পেশিতে চোট পেয়েছিলেন। রাজধানীর হয়ে হয়ে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে মাঠে নেমেছিলেন। কিন্তু তারপরেই পেশির চোটের কারণে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান তারকা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পর ফেরেন দেশে। সেখান থেকে পার্থে ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল দলের তত্ত্বাবধানেই রয়েছেন তারকা অজ়ি অলরাউন্ডার। তাঁর বদলি ক্রিকেটার ঘোষণা করার জন্য খানিকটা সময় নিলেও এবার সরকারিভাবে বদলির নাম ঘোষণা করে দিল দিল্লি।
নাইব নিজের প্রথম আইপিএল মরশুমে দিল্লির হয়ে নিজের বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় যোগ দিলেন। আন্তর্জাতিক আঙিনায় কিন্তু পরিচিত মুখ আফগান তারকা। দলকে নেতৃত্বও দিয়েছেন। অভিজ্ঞ তারকা নিশচয়ই সকলকে প্রভাবিত করার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন। আইপিএল খেলার উদ্দেশে ইতিমধ্যেই কিন্তু ভারতে এসে দিল্লি দলের সঙ্গে যোগও দিয়ে দিয়েছেন নাইব। শনিবার, ২৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচে নাইবকে খেলতে দেখা যাবে কি না, সেটা দেখার বিষয়।
এই ম্যাচের আগেই বিরাট ক্ষতির মুখে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স। ঘটনাটা ঠিক কী? নেটে তখন ব্যাট করছিলেন টিম ডেভিড, সূর্যকুমার যাদবরা। বিধ্বংসী ছন্দে ছিলেন দুজনই। সব বলেই আগ্রাসী শট খেলছিলেন। সেই সময়ই একটি বল গিয়ে আছড়ে পড়ে ক্যামেরায়। তাতে ক্যামেরাটি ভেঙে যায়। জানা গিয়েছে, সব মিলিয়ে ৪০ হাজার টাকার ক্ষতি হয়ে গিয়েছে মুকেশ ও নীতা অম্বানির দলের।
সূর্যকুমার ও টিম ডেভিডের ব্যাটিংয়ের একটি রিল তৈরি করছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সময়ই বল গিয়ে পড়ে ক্যামেরায়। পরে সেই ভিডিও মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, 'এই রিলটার জন্য আমাদের ৪০ হাজার টাকা গচ্চা গেল।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ইয়র্কারে উইকেট ভাঙেন, আবার ব্যাট হাতে কভার ড্রাইভও মারেন, MI-র নেটে ঝড় তুললেন ব্যাটার বুমরা