দুবাই: চলতি আইপিএল তো বটেই, এমনকী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন স্যাম কারান। ইংল্য়ান্ড ক্রিকেট দলের এই তরুণ অলরাউন্ডার লোয়ার ব্যাকে চোটের জন্য ছিটকে গেলেন। তাঁর ভাই টম কারানকে স্যামের বদলি হিসেবে দলে সুযোগ দেওয়া হতে পারে। এছাড়াও নির্বাচকদের ভাবনায় রয়েছেন রিস টোপলে। 


গত শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমেছিল চেন্নাই। সেই ম্যাচেই সিএসকের হয়ে খেলেছিলেন স্যাম কারান। তখনই চোট পান ইংল্যান্ডের এই অলরাউন্ডার। এরপরই পিঠের নিচের দিকে যে ব্যাথা অনুভব করছেন, তা জানিয়েছিলেন স্যাম। সেই ম্যাচে ব্যাট হাতে নামেননি স্যাম, এমনকী বল হাতে নিজের নির্ধারিত ৪ ওভারে ৫৫ রান দিয়েছিলেন তিনি। 


ইসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যাচের পর করানো স্ক্যানে তাঁর চোটের বিষয়টি নিশ্চিত হয়েছে। আগামী ২ দিনের মধ্যে স্যাম কারান দেশে ফিরে আসবেন। এরপর আবারও স্ক্যান করানো হবে। চলতি সপ্তাহের পরই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে সিদ্ধান্তে আসা যাবে।’


মঙ্গলবার (৫ অক্টোবর) ওমানের উদ্দেশে দেশ ছাড়বে ইংল্যান্ড স্কোয়াড। ওমানে প্রস্তুতিপর্ব শেষ করে ১৬ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ে যাবে ইংল্যান্ড। চলতি বছরের ২৩ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অইন মর্গ্যান বাহিনী। 


গতকাল দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে রান পেলেন না চেন্নাই সুপার কিংসের ওপরের দিকের ব্যাটাররা। তার পরেও ঋষভ পন্থের দলের বিরুদ্ধে লড়াই করার মতো রান তোলে সিএসকে। প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৩৬/৫। আর দলের হয়ে ব্যাট হাতে লড়াকু হাফসেঞ্চুরি করেন অম্বাতি রায়ডু। ৪৩ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। এরপর দিল্লি ক্যাপিটালস রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে ম্যাচে জয় ছিনিয়ে নেয়। ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। 


আরও পড়ুন: ২২ গজে ধোনি, স্ট্যান্ডে বাবার জন্য প্রার্থনা জিভার, ভাইরাল ছবি