মুম্বই: গত বছরই তিনি নজর কেড়েছিলেন প্রথমবার। এই মরসুমে প্রথম ম্যাচেই আরসিবির (RCB) বিরুদ্ধে ৪৬ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস। ইনিংসের শেষ বলে হেলকপ্টার শটে ছক্কা। তিলক ভার্মার (Tilak Verma) ব্য়াটিং সোশ্যাল মিডিয়ায় প্রতিনিত সার্টিফিকেট কুড়িয়ে চলেছে। ম্যাচে দলকে জেতাতে না পারলেও একার হাতেই মুম্বইয়ের স্কোর ১৭০ এর গণ্ডি পেরিয়ে দিয়েছিলেন সেদিন তিলক। ম্যাচের পর সোশ্য়াল মিডিয়ায় নিজের বিবৃতি দিতে গিয়ে তিলক বললেন যে পরিবারের লোকের সামনে এমন ইনিংস খেলতে পারার অনুভূতিই আলাদা।


কী বলছেন তিলক?


ম্যাচের পর তিলক মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সোশ্যাল মিডিয়ায় বলছেন, ''এটা সবসময়ই আলাদা অনুভূতি দেয় যদি নিজের পরিবারের মানুষগুলোর সামনে কিছু পারফর্ম করতে পারি। আমার ওপরে চাপ ছিলই একটা, কিন্তু আমি নিজের দলের জন্য একটা সুযোগ তৈরি করতে চেয়েছিলাম।'' নেহাল ওয়াধেরার সঙ্গে ব্য়াট হাতে পঞ্চাশের ওপর রান পার্টনারশিপে গড়েছিলেন তিলক। সেই পার্টনারশিপ সম্পর্কে বাঁহাতি তরুণ ব্যাটার বলছেন, ''আমি নেহালকে বলছিলাম যে প্রথম ম্যাচ, তুমি নার্ভাস হয়ো না। এই ম্যাচটিকে একটা অনুশীলন ম্যাচ হিসেবে ভাব, আর মন শান্ত রেখে নিজের স্বভাবচরিত ব্যাটিংটাই করে যাও।''


গত আইপিএলে ১৪ ম্যাচ খেলে ৩৯৭ রান বোর্ডে তুলেছিলেন তিলক। ৩৬ গড় ও ১৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিলক। হায়দরাবাদি এই ব্যাটার ২টো অর্ধশতরান হাঁকিয়েছিলেন গত মরসুমে। সর্বাধিক স্কোর ৬১। 


মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ফাফ ডু প্লেসির দল। ১৭২ রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল আরসিবি। ব্যাট হাতে অপরাজিত ৮২ রানের ইনিংস খেললেন বিরাট। ৭৩ রান করেন ফাফ ডু প্লেসি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান বিরাট। অন্যদিকে ফাফ তাঁর ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান।


মুম্বই বোলারররা এদিন কেউই প্রভাব ফেলতে পারলেন না প্রথম ম্যাচে। জোফ্রা আর্চারকে নিয়ে আশা ছিল। কিন্তু নিজের ৪ ওভারে ৩৩ রান খরচ করলেও কোনো উইকেট তুলতে পারেননি ইংল্যান্ডের এই তারকা পেসার। ১টি করে উইকেট নেন আর্শাদ খান ও ক্যামেরন গ্রিন।