বেঙ্গালুরু: আইপিএলে (IPL 2024) বরাবর তারকাখচিত দল গড়েছে তারা। কিন্তু ট্রফির দেখা মেলেনি। ক্রিস গেল, এ বি ডিভিলিয়ার্স, বিরাট কোহলিদের মতো মহাতারকাদের নিয়েও বারবার স্বপ্নভঙ্গ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। এবার কি ভাগ্যের চাকা ঘুরবে?
দরজায় কড়া নাড়ছে আইপিএল। তবে টুর্নামেন্ট শুরুর আগে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে। না, তাঁর খেলা কোনও ইনিংস বা পোস্ট করা শরীরচর্চার কোনও ভিডিও নিয়ে নয়। কোহলির টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে। আইপিএলের পর পরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুন-জুলাইয়ে সেই টুর্নামেন্ট হবে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায়। ২০১৩ সালের পর থেকে আর কোনও আইসিসি ট্রফি না জেতা ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফির জন্য মরিয়া হয়ে থাকবে। আর এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে, কোহলিকে কি আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হবে?
ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন কোহলি। যা দেখে অনেকেই অবাক হয়েছিলেন। কারণ, কোনও অবস্থাতেই পাঁচ টেস্ট ম্যাচ, তাও আবার দেশের মাঠে, খেলার সুযোগ ছাড়ার ছেলেই নন কোহলি। তাঁর স্ত্রী অনুষ্কার দ্বিতীয় সন্তান হয় সেই সময়ই। এর আগে কন্যাসন্তান জন্ম নেওয়ার সময়ও জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন কোহলি। তবে এবারের ছুটি আরও লম্বা।
শোনা যাচ্ছে, ১৬ মার্চ আইপিএলের শিবিরে যোগ দেবেন কোহলি। তবু, তাঁকে নিয়ে জল্পনা থামছে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকেরা এখন থেকেই হা পিত্যেশ হয়ে বসে রয়েছেন যে, কবে মাঠে নেমে ফের ব্যাট হাতে ভেল্কি দেখাবেন কোহলি। ওয়ান ডে বিশ্বকাপেও স্বপ্নের ফর্মে ছিলেন। আইপিএলেও তাঁর ম্যাজিক দেখার অপেক্ষা।
এদিকে, আরসিবি শিবিরে বুধবারই যোগ দিলেন দুই তারকা। গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিক। ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়াকে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন। এবারের আইপিএলে তাঁর ওপরও তাকবে প্রত্যাশার পাহাড়।
আরও পড়ুন: মনে হচ্ছে ফের অভিষেক হবে, দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়ে বলছেন পন্থ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে