আমদাবাদ: আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ষোড়শ আইপিএল। প্রথম ম্যাচেই আজ নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও ৪বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে (Narendra Modi International Stadium) এই ম্যাচ আয়োজিত হতে চলেছে। আজ মাঠে নামার আগে একবার দেখে নেওয়া যাক ২ দলের মুখোমুখি মহারণে কে এগিয়ে?


মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?


গুজরাত টাইটান্স গত মরসুমেই প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেছিল। ২টো ম্যাচ পরস্পরের সঙ্গে খেলেছে চেন্নাই ও গুজরাত। ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে হার্দিক পাণ্ড্যর দল। এবার তাঁদের কাছে সুযোগ থাকছে জয়ের হ্যাটট্রিক করার। অন্যদিকে ধোনি বাহিনীর কাছে গুজরাতের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লড়াই। পুণেতে গতবার প্রথম ম্যাচে ডেভিড মিলারের ৫১ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ম্যাচ জিতেছিল গুজরাত। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাত। ৬৭ রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। 


আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলা উদ্ধোধনী ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার। ম্যাচের আগের দিনেও আমদাবাদে প্রবল বৃষ্টি হচ্ছে। স্টেডিয়ামের সমস্ত উইকেট ঢাকা রয়েছে কভার দিয়ে। বৃহস্পতিবারের বৃষ্টি আয়োজকদের দুশ্চিন্তা বাড়িয়েছে। এ দিন সকালের দিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির তেমন কোন আশঙ্কাই ছিল না। তবে দুপুরের পরেই দেওয়া হয়েছে নয়া আবহাওয়ার আপডেট। আর তাতেই বেড়েছে আশঙ্কা। 


বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে রীতিমতো মুষলধারে বৃষ্টি হয়েছে আমদাবাদে। ফলে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা। বৃষ্টির কারণে গোটা ম্যাচ পণ্ড হতে পারে। তবে আয়োজকরা প্রস্তুত থাকছেন। যাতে বৃষ্টি বিঘ্ন ঘটালে ওভার সংখ্যা কমিয়ে ম্যাচ করা যায়। 


গত মরসুমে লিগ পর্বে দুবারের সাক্ষাতে দুবারই সিএসকে-কে হারিয়েছিল গুজরাত টাইটান্স। তাই মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকবেন


অভিযান শুরুর আগে গুজরাত টাইটান্স শিবিরে কোনও চোট আঘাত নেই। ক্রিকেটারেরা সকলেই ফিট। তবে ডেভিড মিলারকে প্রথম ম্যাচে পাচ্ছে না গুজরাত। দক্ষিণ আফ্রিকার জার্সিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ খেলবেন বলে তিনি ৩ এপ্রিলের আগে হার্দিকদের শিবিরে যোগ দিতে পারবেন না। আয়ার্ল্যান্ডের পেসার জশ লিটল পাকিস্তান সুপার লিগে খেলতে না পারলেও গুজরাত শিবিরে যোগ দিয়েছেন।