GT Vs DC, IPL 2022 LIVE: পন্থের দিল্লিকে ১৪ রানে হারাল হার্দিকের গুজরাত

IPL 2022: দুই দলই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। আজ কী হবে? হার্দিকরা পারবেন অন্যতম ফেভারিট দিল্লির বিজয়রথ থামিয়ে দিতে?

abp ananda Last Updated: 02 Apr 2022 11:23 PM

প্রেক্ষাপট

মুম্বই: আইপিএলে (IPL) আজ মুখোমুখি গুজরাত লায়ন্স ও দিল্লি ক্যাপিটালস।দুই দলই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। বিশেষ করে গুজরাত লায়ন্স (GT) টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নজর কেড়েছে। গুরুত্বপূর্ণ টস জিতেছিলেন হার্দিক পাণ্ড্য...More

GT vs DC Live: ১৪ রানে দিল্লিকে হারাল গুজরাত টাইটান্স

পরপর উইকেট হারিয়ে ম্যাচ হারল দিল্লি ক্যাপিটালস। রোভম্যান পাওয়েলকে (১২ বলে ২০ রান) তুলে নিয়ে দিল্লির লড়াইয়ের যাবতীয় আশা শেষ করে দেন মহম্মদ শামি। খলিল আমেদকেও ফেরান তিনি। ১৪ রানে দিল্লিকে হারাল গুজরাত টাইটান্স।