GT Vs DC, IPL 2022 LIVE: পন্থের দিল্লিকে ১৪ রানে হারাল হার্দিকের গুজরাত
IPL 2022: দুই দলই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। আজ কী হবে? হার্দিকরা পারবেন অন্যতম ফেভারিট দিল্লির বিজয়রথ থামিয়ে দিতে?
পরপর উইকেট হারিয়ে ম্যাচ হারল দিল্লি ক্যাপিটালস। রোভম্যান পাওয়েলকে (১২ বলে ২০ রান) তুলে নিয়ে দিল্লির লড়াইয়ের যাবতীয় আশা শেষ করে দেন মহম্মদ শামি। খলিল আমেদকেও ফেরান তিনি। ১৪ রানে দিল্লিকে হারাল গুজরাত টাইটান্স।
২৫ রান করে রান আউট ললিত যাদব। ৪৩ রান করে লকি ফার্গুসনের বলে ফিরলেন ঋষভ পন্থও। ১৪.১ ওভারে দিল্লির স্কোর ১১৮/৫।
১০ ওভারের শেষে দিল্লির স্কোর ৭৯/৩। ক্রিজে ঋষভ পন্থ ও ললিত যাদব।
একই ওভরে জোড়া ধাক্কা লকি ফার্গুসনের। ফিরিয়ে দিলেন পৃথ্বী শ (১০) ও মনদীপ সিংহকে (১৮)। দিল্লির স্কোর ৪.৫ ওভারে ৩৪/৩।
টিম সিফার্টকে ফেরালেন হার্দিক পাণ্ড্য। ৩ ওভারের শেষে দিল্লির স্কোর ২০/১।
গিলের দাপটে দিল্লির বিরুদ্ধে ১৭১ রান তুলল গুজরাত। ৬ উইকেটের বিনিময়ে। তবে রান পাননি ম্যাথু ওয়েড। ইনিংস ওপেন করতে নেমে মাত্র ১ রান করে ফেরেন। ২০ বলে ১৩ রান করেন বিজয় শঙ্কর। অধিনায়ক হার্দিক পাণ্ড্য ২৭ বলে ৩১ রান করেন। ৮ বলে ১৪ রান করেন রাহুল তেওয়াটিয়া। ডেভিড মিলার ১৫ বলে ২০ রানে অপরাজিত ছিলেন।
৪৬ বলে ৮৪ রান করে খলিল আমেদের বলে ফিরলেন শুভমন। ১৭.১ ওভারে গুজরাতের স্কোর ১৪৫/৪।
২৭ বলে ৩১ রান করে ফিরলেন হার্দিক পাণ্ড্য। ঘাতক খলিল আমেদ। ১৪ ওভারে গুজরাত ১০৯/৩।
১২ ওভারের শেষে গুজরাতের স্কোর ৮৯/২। ক্রিজে শুভমন গিল (৪৩ ব্যাটিং) ও হার্দিক পাণ্ড্য (২৮ ব্যাটিং)
বল করতে এসে প্রথম বলেই বিজয় শঙ্করকে বোল্ড করে দিলেন কুলদীপ যাদব। ৬.১ ওভারে গুজরাতের স্কোর ৪৪/২।
প্রথম ওভারেই ধাক্কা মুস্তাফিজুর রহমানের। তুলে নিলেন ম্যাথু ওয়েডকে (১)। এক ওভারে গুজরাতের স্কোর ৭/১।
টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ।
প্রেক্ষাপট
মুম্বই: আইপিএলে (IPL) আজ মুখোমুখি গুজরাত লায়ন্স ও দিল্লি ক্যাপিটালস।
দুই দলই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। বিশেষ করে গুজরাত লায়ন্স (GT) টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নজর কেড়েছে। গুরুত্বপূর্ণ টস জিতেছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। প্রথম বলেই তুলে নেওয়া গিয়েছিল কে এল রাহুলের উইকেট। অসাধারণ প্রথম স্পেলে বিপক্ষ শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বল হাতে দাপট দেখিয়েছিলেন লকি ফার্গুসন (Lockie Ferguson) ও রশিদ খানও (Rashid Khan)।
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ কার্যত হারতে বসেছিলেন ঋষভ পন্থরা (Rishabh Pant)। কিন্তু অসাধ্য সাধন করে লোয়ার মিডল অর্ডার। ললিত যাদব ও অক্ষর পটেল ৩০ বলে ৭৫ রান যোগ করে দিল্লিকে ম্যাচ জেতান। পাশাপাশি বল হাতে পুরনো কুলদীপের ঝলক দেখা যায়। মাত্র ১৮ রানে তিন উইকেট তুলে নেন তিনি। শার্দুল ঠাকুর মার খেলেও এই ম্যাচে লুনগি এনগিডি ও মুস্তাফিজুর রহমানকে পেয়ে যাচ্ছে দিল্লি । সুযোগ পেলে বল হাতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন । মিচেল মার্শ দিল্লি শিবিরে যোগ দিলেও তিনি ফিট নন । ডেভিড ওয়ার্নারকেও এই ম্যাচে পাওয়া যাবে না । তিনি লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে পরের ম্যাচে খেলতে পারবেন ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -