GT vs DC, IPL 2023 Live : দিল্লির বোলারদের দুরন্ত পারফরম্যান্স, ৫ রানে জয় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে
IPL 2023, Match 44, GT vs DC : এখনও পর্যন্ত মাত্র ২ টো ম্যাচ পয়েন্ট টেবিলে সবার তলানিতে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
১২৫ রানে গুজরাত টাইটান্সকে আটকে দিল দিল্লি ক্যাপিটালস। ৫ রানে ম্যাচ জিতল তারা।
আনরিখ নর্খেকে টানা ছক্কা রাহুল তেওয়াতিয়ার। ১৯ ওভারের শেষে ৫ উইকেটে ১১৯ রান গুজরাতের। শেষ ওভারের জিততে চাই ১২ রান।
অর্ধশতরান পূর্ণ করলেন হার্দিক পাণ্ড্য। ১৭ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর ৪ উইকেটে ৯৪ রান।
লড়াই জারি রেখেছেন হার্দিক পাণ্ড্য। ১৪ ওভারের শেষে ৪ উইকেটে ৭১ রান গুজরাত টাইটান্সের। হার্দিক ব্যাট করছেন ৩৬ রানে।
১২ ওভারের শেষে ৪ উইকেটে ৫৯ রান গুজরাত টাইটান্সের।
দুরন্ত জবাব দিল্লির বোলারদের। ৮ ওভারে ৪ উইকেটে ৩৫ রান গুজরাত টাইটান্সের।
সাজঘরে শুভমান গিল (৬), বিজয় শঙ্করও (৫) । ৫ ওভারের শেষে ৩ উইকেটে ২৬ রান গুজরাতের।
শুরুতেই ধাক্কা খেল গুজরাত। রানের খাতা না খুলেই ফিরলেন ঋদ্ধিমান সাহা। ২ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর ১ উইকেটে ৬ রান।
নির্ধারিত ২০ ওভারের শেষে ৮ উইকেটে ১৩০ রান তুলল দিল্লি ক্যাপিটালস।
৩ ওভারের শেষে ৫ উইকেটে ৬৮ রান দিল্লি ক্যাপিটালসের।
অবশেষে দশম ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করল দিল্লি ক্যাপিটালস। রশিদ খানের বলে ছক্কা হাঁকিয়ে দিল্লিকে ৫০-র গণ্ডি পার করালেন অক্ষর। যদিও ডেভিড মিলারের সামনে ক্যাচ ধরার একটা কঠিন সুযোগ ছিল বটে, তবে তিনি বল ধরতে পারেননি। ১০ ওভার শেষে দিল্লির স্কোর ৫৪/৫।
একের পর এক উইকেটের পতন। ৪.১ ওভারে ২২ রানে ৪ উইকেট পড়ল দিল্লি ক্যাপিটালসের। ৩ উইকেট মহম্মদ শামির।
প্রিয়ম গর্গের সঙ্গে ভুল বোঝাবুঝি। রান আউট দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার (২)। ২ ওভারের শেষে দিল্লির স্কোর ১৫ রান।
প্রথম বলেই ফিলিপ সল্টকে (০) সাজঘরে ফেরালে মহম্মদ শামি।
প্রেক্ষাপট
আইপিএলে আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম দলটি আগের বারের চ্যাম্পিয়ন। এবারও পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে রয়েছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত মাত্র ২ টো ম্যাচ পয়েন্ট টেবিলে সবার তলানিতে রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -