GT vs KKR, IPL 2023 Live: হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না রশিদ, ৫ ছক্কায় কেকেআরের নায়ক রিঙ্কু

IPL 2023, Match 13, LSG vs SRH: গত মরসুমে একমাত্র ম্যাচে কেকেআরকে পরাজিত করেছিল গুজরাত টাইটান্স।

ABP Ananda Last Updated: 09 Apr 2023 07:22 PM
GT vs KKR Match: অনবদ্য রিঙ্কু

শেষ ওভারে জয়ের জন্য ২৯ রানের প্রয়োজন ছিল। কার্যত পরাজয়ের মুখ থেকে পরপর পাঁচটি ছয় হাঁকিয়ে কেকেআরকে ৩ উইকেটে ম্যাচ জেতালেন রিঙ্কু সিংহ।

GT vs KKR Live: রশিদের হ্যাটট্রিক

কেন গত শতকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছিলেন তা আবারও প্রমাণ করে দিলেন রশিদ খান। প্রথম তিন ওভারে ৩৫ রান দিলেও, নিজের শেষ ওভারের প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন রশিদ। রাসেল, নারাইন, শার্দুলকে আউট করলেন তিনি। ১৫৫ রানে সাত উইকেট হারিয়ে ফেলে বিরাট চাপে কেকেআর।  

GT vs KKR Match: বেঙ্কটেশ আউট

৪০ বলে ৮৩ রানের অনবদ্য একটি ইনিংস খেলে সাজঘরে ফিরলেন বেঙ্কটশ আইয়ার। আলজারি জোসেফের বলেই আউট হলেন তিনি। ১৬ ওভার শেষে কেকেআরের স্কোর ১৫৫/৪।

GT vs KKR Live: শতরানের পার্টনারশিপ ভাঙল

অবশেষে রানা-বেঙ্কটেশের শতরানের পার্টনারশিপ ভাঙল। রানাকে ৪৫ রানে সাজঘরে ফেরত পাঠালেন আলজারি জোসেফ। কভার ড্রাইভ করতে গিয়ে শামির হাতে ধরা দেন তিনি। ১৪ ওভার শেষে কেকেআরের স্কোর ১৩২/৩। কেকেআরকে জিতলে হলে শেষ ছয় ওভারে আরও ৭৩ রান করতে হবে। বেঙ্কটেশ আইয়ার ৬৪ রানে ব্যাট করছেন।

GT vs KKR Match: আইয়ারের অর্ধশতরান

২৬ বলে দুরন্ত অর্ধশতরান করলেন বেঙ্কটেশ আইয়ার। ১২ ওভারেই শতরানের গণ্ডিও পার করে ফেলল কেকেআর। ১২ ওভার শেষে কেকেআরের স্কোর ১১৬/২। বেঙ্কটেশ ৫৮ ও নীতিশ রানা ৩৬ রানে ব্যাট করছেন।

GT vs KKR Live: রানা-নীতিশের অর্ধশতরানের পার্টনারশিপ

৩০ বলে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করলেন নীতিশ রানা ও বেঙ্কটেশ আইয়ার। রশিদ খানের প্রথম ওভারে উঠল ১০ রান। ৯ ওভার শেষে কেকেআরের স্কোর ৭৮/২। 

GT vs KKR Match: পাওয়ার প্লে শেষে কেকেআর ৪৩/২

২০৫ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৪৩/২ রান করল কেকেআর। গোটা পাওয়ার প্লে জুড়েই গুজরাতের ফিল্ডিং বেশ নজর কাড়ল। বেঙ্কটেশ ১৭ ও নীতিশ রানা ৩ রানে ব্যাট করছেন।

GT vs KKR Live: গুরবাজ আউট

গত ম্যাচে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন, এই ম্যাচেও শুরুটা ভালই করেছিলেন। তবে এ ম্যাচে ১৫ রানেই সাজঘরে ফিরতে হল গুরবাজকে। তাঁকে আউট করলেন মহম্মদ শামি। ৩ ওভার শেষে কেকেআরের স্কোর ২৬/১।  

GT vs KKR Match: প্রথমবার দু'শো

মাঝের কয়েক ওভারে গুজরাতের রানের গতি কিছুটা আটকাতে সক্ষম হলেও, লকি ফার্গুসনের ১৯তম ওভারে ২৫ রান তোলেন বিজয় শঙ্কর। শার্দুলের ২০তম ওভারে উঠল ২০ রান। এই দুই ওভারে ভর করেই আইপিএলে প্রথমবার দু'শো রানের গণ্ডি পার করল গুজরাত। নির্ধারিত ২০ ওভারে উঠল ২০৪/৪। 

GT vs KKR Live: ১৫০-র গণ্ডি পার

১৭তম ওভারে ১৫০-র গণ্ডি পার করল গুজরাত টাইটান্স। সাই সুদর্শন এই ওভারেই নিজের অর্ধশতরান পূরণ করলেন। ১৭ ওভার শেষে স্কোর ১৫১/৩। ওভারটা লকি ফার্গুসন কিন্তু বেশ ভালই করলেন। মাত্র সাত রান খরচ করেন তিনি।

GT vs KKR Match: অবশেষে ভাঙল পার্টনারশিপ

কেকেআরকে ফের একবার সাফল্য এনে দিলেন সুনীল নারাইন। সুদর্শন-গিলের ৬৭ রানের পার্টনারশিপ ভাঙল। গিল ৩৯ রানে আউট হলেন। ১১.৪ ওভারে গুজরাতের স্কোর ১০০/২।

GT vs KKR Live: অর্ধশতরানের পার্টনারশিপ

গিল ও সুদর্শন মিলে অর্ধশতরান পার্টনরাশিপ গড়ে ফেললেন। গুজরাত বড় রানের দিকে অগ্রসর। ১০ ওভার শেষে গুজরাতের স্কোর ৮৮/১।

GT vs KKR Match: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভারে ঋদ্ধিমান সাহার উইকেট হারালেও ৫৪ রান তুলল গুজরাত টাইটান্স। গিল ২০ ও সাই সুদর্শন ৫ রানে ব্যাট করছেন। 

GT vs KKR Live: প্রথম সাফল্য

গুজরাতকে প্রথম ধাক্কা দিলেন সুনীল নারাইন। ঋদ্ধিমান স্যুইপ মারতে ব্যাটে বলে সঠিকভাবে সংযোগ ঘটাতে পারেননি। পিছনে ছুটে গিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন জগদীশন। ১৭ রানে সাজঘরে ফিরলেন ঋদ্ধিমান। ৩৩ রানে প্রথম উইকেট হারাল গুজরাত। ৫ ওভার শেষে গুজরাতের স্কোর ৩৮/১।

GT vs KKR Match: বড় রানের ওভার

ইনিংসের দ্বিতীয় ওভারেই শার্দুল ঠাকুরের বিরুদ্ধে ১২ রান তুলল গুজরাত। দুই ওভার শেষে গুজরাতের স্কোর বিনা উইকেটে ১৭ রান। শুভমন আট ও ঋদ্ধিমান ছয় রানে ব্যাট করছেন।

GT vs KKR Live: নাইটদের বিরুদ্ধে পরিসংখ্যানে এগিয়ে গুজরাত

আইপিএলে ১ বারই ২ দল মুখোমুখি হয়েছে। জয় পেয়েছিল গুজরাত টাইটান্স।

GT vs KKR Match: নাইট একাদশে ফার্গুসন

টিম সাউদির বদলে কেকেআর একাদশে ঢুকলেন লকি ফার্গুসন। 

GT vs KKR Live Score: গুজরাতের নেতৃত্বে রশিদ খান

আজকের ম্যাচে খেলছেন না হার্দিক পাণ্ড্য। গুজরাতের নেতৃত্বভার সামলাচ্ছেন রশিদ খান। 

প্রেক্ষাপট

আমদাবাদ: ২২ গজে নামার আগে গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মধ্যে কারা এগিয়ে? কে বেশি রান করেছেন, কার ঝুলিতে সর্বাধিক উইকেট রয়েছে মুখোমুখি মহারণে, এক নজরে দেখে নেওয়া যাক


এখনও পর্যন্ত দুটো দল আইপিএলের (IPL 2023) ইতিহাসে মাত্র একবার মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে ৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) দল। এখনও পর্যন্ত দু দলের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান হার্দিক পাণ্ড্যর। ৬৭ রানের ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে। দ্বিতীয় স্থানে রয়েছেন আন্দ্রে রাসেলের ঝুলিতে। তাঁর সংগ্রহ ছিল ৪৮।


২ দলের বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট আন্দ্রে রাসেলের। তিনি সেই ম্যাচে মোট ৪ উইকেট নিয়েছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানেও সংগ্রহ টিম সাউদি। তাঁর ঝুলিতে রয়েছে ৩ উইকেট। 


আইপিএলে আজ নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। কেকেআর তাঁদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আরসিবির বিরুদ্ধে ইডেনে নিজেদের ঘরের মাঠে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে গুজরাত তাঁদের প্রথম ২ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল। এবার জয়ের হ্যাটট্রিকের সুযোগ থাকছে হার্দিক পাণ্ড্যর দলের সামনে। ২ দলের অধিনায়কই তরুণ হার্দিক যদিও একটু অভিজ্ঞ, কিন্তু রানা প্রথমবার কোনও মেজর টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেতৃত্ব দিচ্ছেন।


গুজরাত এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেয়েছিল। শুভমন গিল ৩৬ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে গুজরাতের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৮ বলে ৬২ রান করেছিলেন সাঈ সুদর্শন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.