GT vs PBKS, IPL 2023 Live :দুরন্ত অর্ধশতরান শুভমনের, ৬ উইকেটে পাঞ্জাবকে টেক্কা গুজরাতের

IPL 2023, Match 18, GT vs PBKS : এবারের আইপিএল অভিযানে তিনটি করে ম্যাচের মধ্যে দু'টিতে জিতেছে দুই দলই। শেষ ম্যাচে হেরে জয়ের রাস্তায় মরিয়া হয়েই একে অপরের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব ও গুজরাত ফ্র্যাঞ্চাইজি।

ABP Ananda Last Updated: 14 Apr 2023 12:03 AM

প্রেক্ষাপট

আইপিএলে (IPL 2023) মুখোমুখি পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স (PBKS vs GT)। দুই দলই এখনও পর্যন্ত নিজেদের তিন ম্যাচের দু'টি জিতেছে। একদিকে যেখানে রিঙ্কু সিংহের পাঁচ ছক্কায় গত ম্যাচে গুজরাতকে...More

GT vs PBKS Live Score : ম্যাচ জেতানো ইনিংস শুভমনের

৪৯ বলে ৬৭ রানের দুরন্ত ম্যাচ জেতানো ইনিংস শুভমন গিলের। মারলেন ৭ টি চার ও একটি ছক্কা।