GT vs PBKS, IPL 2023 Live :দুরন্ত অর্ধশতরান শুভমনের, ৬ উইকেটে পাঞ্জাবকে টেক্কা গুজরাতের

IPL 2023, Match 18, GT vs PBKS : এবারের আইপিএল অভিযানে তিনটি করে ম্যাচের মধ্যে দু'টিতে জিতেছে দুই দলই। শেষ ম্যাচে হেরে জয়ের রাস্তায় মরিয়া হয়েই একে অপরের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব ও গুজরাত ফ্র্যাঞ্চাইজি।

ABP Ananda Last Updated: 14 Apr 2023 12:03 AM
GT vs PBKS Live Score : ম্যাচ জেতানো ইনিংস শুভমনের

৪৯ বলে ৬৭ রানের দুরন্ত ম্যাচ জেতানো ইনিংস শুভমন গিলের। মারলেন ৭ টি চার ও একটি ছক্কা।

GT vs PBKS Live : শুভমানের আউটে শেষ ওভারে টানটান নাটক

শুভমানের আউটে শেষ ওভারে টানটান নাটক। যদিও এক বল বাকি থাকতেই সাম কারেনকে চার মেরে ৬ উইকেটে ম্যাচ জিতল গুজরাত।

GT vs PBKS Live Score : দুরন্ত অর্ধশতরান শুভমনের

দুরন্ত হাফ সেঞ্চুরি শুভমন গিলের। ১৬ ওভারের শেষে ৫২ রানের ব্যাট করছেন তিনি। গুজরাতের স্কোর ৩ উইকেটে ১২০ রান। শেষ ৪ ওভারে জিততে লাগবে ৩৪ রান।

GT vs PBKS Live : ১০০ টপকাল গুজরাত

১০০ রানের গণ্ডি টপকাল গুজরাত শিবির। ১৪ ওভারের শেষে তাদের স্কোর ২ উইকেটে ১০৫ রান। 


 

GT vs PBKS Live Score : সাজঘরে সুদর্শন

সাজঘরে ফিরলেন সাই সুদর্শন (১৯)। ১২ ওভারের শেষে গুজরাতের স্কোর ২ উইকেটে ৯২ রান। জিততে আর ৬৩ রান দরকার।

GT vs PBKS Live : ৮ ওভারে ১ উইকেটে ৬৭ রান গুজরাতের

৮ ওভারের শেষে ১ উইকেট খুইয়ে ৬৭ রান গুজরাতের। ম্যাচ জিততে আর ৮৭ রান চাই তাদের।

GT vs PBKS Live Score : আউট ঋদ্ধিমান (৩০)

১৯ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে কাগিসো রাবাদার শিকার ঋদ্ধিমান সাহা। গুজরাতের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ৫২ রান।

GT vs PBKS Live : শুভমন-ঋদ্ধিমানের ঝোড়ো শুরু

শুভমন গিল -ঋদ্ধিমান সাহার ঝোড়ো শুরু। ৩ ওভারের শেষে বিনা উইকেটে গুজরাতের স্কোর ৩৬ রান।

GT vs PBKS Live Score : ভাল শুরু গুজরাতের

ভাল শুরু গুজরাতের। প্রথম ওভারের শেষে বিনা উইকেটে ৭ রান।

GT vs PBKS Live : ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান পাঞ্জাবের

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান পাঞ্জাব কিংসের।

GT vs PBKS Live Score : ১৫ ওভারে ৪ উইকেটে ৯৯ রান পাঞ্জাবের

১৫ ওভারে ৪ উইকেটে ৯৯ রান পাঞ্জাব কিংসের।

GT vs PBKS Live : আউট জিতেশও

সাজঘরে ফিরলেন জিতেশ শর্মাও (২৫)। ১৩ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৪ উইকেটে ৯৪ রান।

GT vs PBKS Live Score : ১০ ওভারের শেষে পাঞ্জাবের ৩ উইকেটে ৭৫ রান

 ১০ ওভারের শেষে পাঞ্জাবের ৩ উইকেটে ৭৫ রান। সাজঘরে ফিরেছেন ম্যাথু শর্ট (৩৬)।

GT vs PBKS Live : ৬ ওভারের শেষে ২ উইকেটে ৫২ রান গুজরাতের

৬ ওভারের শেষে ২ উইকেটে ৫২ রান গুজরাত টাইটান্সের। ৩৫ রানে অপরাজিত ম্যাথু শর্ট। 

GT vs PBKS Live Score : ব্যর্থ ধাওয়ান

অরেঞ্জ ক্যাপের অধিকারী পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান (৮) ব্যর্থ গুজরাতের বিরুদ্ধে। 

GT vs PBKS Live : শুরুতেই ফিরলেন প্রভসিমরন

শুরুতেই প্রভসিমরন সিংহকে (০) ফেরালেন মহম্মদ শামি । প্রথম ওভারে ম্যাথু শর্টের জোড়া বাউন্ডারিতে ১ উইকেটে ৮ রান পাঞ্জাবের।

GT vs PBKS Live Score : পাঞ্জাব দলে রাবাদা, শানাকা

পাঞ্জাব কিংসের দলে ঢুকলেন কাগিসো রাবাদা ও দাসুন শানাক। 

GT vs PBKS Live : টসে জিতল গুজরাত, প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত

টসে জিতলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য , প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত।

GT vs PBKS Live Score : নজরে সাই সুদর্শন

কেন উইলিয়ামসন চোট পাওয়ায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। তারপর থেকে গুজরাতের ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গাটা নিজের করে ফেলেছেন সাই সুদর্শন। তামিলনাড়ুর এই ব্যাটার ভরসা দিচ্ছেন টাইটান্স শিবিরকে। 

GT vs PBKS Live : নজরে ধাওয়ান বনাম শামি

গুজরাতের পেস আক্রমণের অন্যতম অস্ত্র পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির প্রাক্তনী মহম্মদ শামি। যদিও পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ানকে আইপিএলের মঞ্চে কখনও আউট করতে পারেননি ভারতীয় এই পেসার। 

প্রেক্ষাপট

আইপিএলে (IPL 2023) মুখোমুখি পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স (PBKS vs GT)। দুই দলই এখনও পর্যন্ত নিজেদের তিন ম্যাচের দু'টি জিতেছে। একদিকে যেখানে রিঙ্কু সিংহের পাঁচ ছক্কায় গত ম্যাচে গুজরাতকে (Gujrat Titans) পরাজিত হতে হয়েছে। অপরদিকে, সানরাইজার্সের বিরুদ্ধে চরম হতাশাজনক পারফরম্য়ান্সের জেরে আট উইকেটে পাঞ্জাবকেও (Punjab Kings) হারতে হয়। তাই দুই দলই হারের হতাশা পিছনে ফেলে আজকের ম্যাচে জয়ের সরণীতে ফিরতে বদ্ধপরিকর। এই ম্যাচে দুই দলের কোনও এক দল বড় ব্যবধানে জয় পেলে লিগ তালিকার শীর্ষে পৌঁছনোর হাতছানি। 


আইপিএল (IPL) অভিযান শুরুর প্রথম ম্যাচেই চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া কেন উইলিয়ামসনের বদলি হিসাবে দাসুন শানাকাকে বদলি হিসাবে দলে নিয়েছে গুজরাত। এতদিন অবশ্য জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় আইপিএলে মাঠে নামা হয়নি শানাকার। তবে আজকের ম্যাচে অবশেষে শ্রীলঙ্কান অধিনায়কের কাঙ্খিত আইপিএল অভিষেক হতে পারে। তাঁর কার বদলে সুযোগ পাবেন, সেই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। এক্ষেত্রে সম্ভবত আয়ারল্যান্ডের ফাস্ট বোলার জশুয়া লিটলকে একাদশের বাইরে যেতে হতে পারে।


অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে গত ম্যাচে অসুস্থতার কারণে গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) মাঠে নামতে পারেননি। তাঁর বদলে রশিদ খান গুজরাতকে নেতৃত্ব দেন। হার্দিক সেই অসুস্থতা সারিয়ে উঠে আজ মাঠে ফিরবেন বলেই খবর। অপরদিকে, হাঁটু, গোড়ালির চোটে নাজেহাল লিয়াম লিভিংস্টোনও (Liam Livingstone) এতদিন পর্যন্ত পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামেননি। এ মরসুমে আজকেই প্রথমবার লিভিংস্টোনকে পাঞ্জাবের জার্সিতে দেখা যেতে পারে। এই দুই তারকা অলরাউন্ডার মাঠে ফিরলে দুই দলই যে আরও শক্তিশালী হবে, সেই নিয়ে কোনও দ্বিধা নেই। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.