GT vs SRH, IPL 2023 Live: শুভমনের শতরানের পর শামি-মোহিতদের বোলিং তাণ্ডব, প্রথম দল হিসেবে প্লে-অফে গুজরাত

IPL 2023, Match 62, GT vs SRH: প্লে-অফ পাকা করার লড়াই গুজরাতের

ABP Ananda Last Updated: 15 May 2023 11:26 PM

প্রেক্ষাপট

আমদাবাদ : আইপিএল প্রায় শেষ লগ্নে। তবে একমাত্র দিল্লি ক্যাপিটালস ছাড়া বাকি ৯ দলের প্রত্যেকেই রয়েছে প্লে অফের দৌড়ে। ফেভারিট গুজরাত টাইটান্স। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। আর...More

GT vs SRH Live Score : প্লে-অফে গুজরাত, বিদায় হায়দরাবাদের

৩৪ রানে ম্যাচ জিতে প্রথম দল হিসেবে এবারের আইপিএল প্লে-অফে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের অঙ্ক থেকে সরকারিভাবে বিদায় সানরাইজার্স হায়দরাবাদের।