GT vs SRH, IPL 2023 Live: শুভমনের শতরানের পর শামি-মোহিতদের বোলিং তাণ্ডব, প্রথম দল হিসেবে প্লে-অফে গুজরাত

IPL 2023, Match 62, GT vs SRH: প্লে-অফ পাকা করার লড়াই গুজরাতের

ABP Ananda Last Updated: 15 May 2023 11:26 PM
GT vs SRH Live Score : প্লে-অফে গুজরাত, বিদায় হায়দরাবাদের

৩৪ রানে ম্যাচ জিতে প্রথম দল হিসেবে এবারের আইপিএল প্লে-অফে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের অঙ্ক থেকে সরকারিভাবে বিদায় সানরাইজার্স হায়দরাবাদের।

GT vs SRH Match : ১৫৪ রানে থামল হায়দরাবাদ

২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রানে থামল হায়দরাবাদের ইনিংস। ৩৪ রানে ম্যাচ জিতল গুজরাত।

GT vs SRH Live Score : ১৯ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৯ উইকেটে ১৪৭ রান

১৯ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৯ উইকেটে ১৪৭ রান। 

GT vs SRH Match : ১২ ওভারের শেষে ৭ উইকেটে ৮৪ রান হায়দরাবাদের

রিঙ্কু তাণ্ডব পেরিয়ে ফের গুজরাতের জার্সিতে যশ দয়াল। ১২ ওভারের শেষে ৭ উইকেটে ৮৪ রান হায়দরাবাদের। 

GT vs SRH Live Score : শামির আগুনের পর মোহিতের কামাল

ধুঁকছে হায়দরাবাদ। ৯ ওভারের শেষে ৫৭ রান তুলতে গিয়ে ৭ নম্বর উইকেট হারাল তারা। বড় জয়ের পথে গুজরাত। মহম্মদ শামির পর তিন নম্বর উইকেট মোহিত শর্মারও।

GT vs SRH Match : হায়দরাবাদ ইনিংসে ধস

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং ধস। ৭ ওভারের শেষে ৫০ রানে ৬ উইকেট হায়দরাবাদের। 

GT vs SRH Live Score : শেষ ওভারে ৪ উইকেট ভুবনেশ্বরের

গুজরাতের ইনিংসের শেষ ওভারে ৪ উইকেট সহ মোট ৫ উইকেট ভুবনেশ্বর কুমারের। ৮ উইকেটে ১৮৮ তুলল গুজরাত।

GT vs SRH Match : শতরান শুভমানের

শতরান শুভমন গিলের। ৫৬ বলে সেঞ্চুরি গুজরাতের ব্যাটারের। ১৯ ওভারের শেষে ৬ উইকেটে ১৮৬ রান গুজরাতের।

GT vs SRH Live Score : শতরানের পথে শুভমান

শতরানের দোরগোড়া শুভমান গিল (অপরাজিত ৯৫)। ১৬ ওভারের শেষে গুজরাতের স্কোর ৩ উইকেটে ১৬৩ রান। 

GT vs SRH Match : অল্প রানে ফিরলেন হার্দিকও

অল্প রানে সাজঘরে ফিরলেন হার্দিক পাণ্ড্য (৮)। 

GT vs SRH Live Score : ৪৭ রানের আউট সাই সুদর্শন

অর্ধশতরান না পেয়েই সাজঘরে ফিরলেন সাই সুদর্শন (৪৭)। শুভমানের সঙ্গে তাঁর ১৪৭ রানের পার্টনারশিপ থামল। ১৪.১ ওভারে ২ উইকেটে গুজরাতের স্কোর ২ উইকেটে ১৪৭ রান। 

GT vs SRH Match : ১৩৯ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ শুভমন-সাইয়ের

শুভমান গিল ও সাই সুদর্শনের অবিচ্ছেদ্য ১৩৯ রানের পার্টনারশিপ। ১৩ ওভারের শেষে ১ উইকেটে গুজরাতের স্কোর ১৩৯ রান।

GT vs SRH Live Score : ১০০ টপকাল গুজরাত

১০০ রানের গন্ডি টপকে গেল গুজরাত টাইটান্স। ১০ ওভারের শেষে তাদের স্কোর ১ উইকেটে ১০৩ রান।

GT vs SRH Match : অর্ধশতরান গিলের

অর্ধশতরান শুভমান গিলের। মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি গুজরাত টাইটান্সের ব্যাটারের।

GT vs SRH Live Score : পাওয়ার প্লে-র শেষে ১ উইকেটে ৬৫ রান গুজরাতের

৬ ওভারের শেষে ১ উইকেটে ৬৫ রান গুজরাত টাইটান্সের।

GT vs SRH Match : ২ ওভারের শেষে ১ উইকেটে ১৭ রান গুজরাতের

২ ওভারের শেষে ১ উইকেটে ১৭ রান গুজরাত টাইটান্সের।

GT vs SRH Live Score : সাজঘরে ফিরলেন ঋদ্ধিমান

শুরুতেই ধাক্কা। ঋদ্ধিমান সাহাকে (০) ফেরালেন ভুবনেশ্বর কুমার। 

প্রেক্ষাপট

আমদাবাদ : আইপিএল প্রায় শেষ লগ্নে। তবে একমাত্র দিল্লি ক্যাপিটালস ছাড়া বাকি ৯ দলের প্রত্যেকেই রয়েছে প্লে অফের দৌড়ে। ফেভারিট গুজরাত টাইটান্স। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। আর ৯ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার আইপিএলে মুখোমুখি এই দুই দল (GT vs SRH)।


আইপিএলে গতবারই অভিষেক হয়েছে গুজরাত টাইটান্সের। আর আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। এখনও পর্যন্ত আইপিেলে দুবার মুখোমুখি হয়েছে দুই দল। গুজরাত জিতেছে এক ম্যাচ। একটি ম্যাচ জিতেছে হায়দরাবাদ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবশ্য প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে গুজরাত। তার মধ্যে জিতেছে ৪টি ম্যাচ। হেরেছে ৩ ম্যাচে।


চলতি মরসুমে আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬টি ম্যাচ হয়েছে। তার মধ্যে পাঁচটি ম্যাচে প্রথম ব্যাটিং করা দল ১৭৫ বা তার বেশি রান করেছে। এই মাঠেই রিঙ্কু সিংহের সেই পাঁচ বলে পাঁচ ছক্কার ইতিহাস। সোমবারের ম্যাচেও বড় রানের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির ভ্রুকুটি নেই। আবহাওয়া পরিষ্কার থাকবে বলেই পূর্বাভাস। ভাল একটি ক্রিকেটীয় দ্বৈরথ দেখার সুযোগ পেতে পারেন সমর্থকেরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.