কলকাতা: গায়ানার দাবা কোচের দায়িত্ব পেলেন বাংলার অতনু লাহিড়ী। ইন্টারন্যাশনাল মাস্টার অতনুকে আপাতত তিন মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে সেই চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলেও আগাম জানিয়ে দেওয়া হয়েছে।
খেলার জগতে গায়ানার পরিচিতি মূলত ক্রিকেটের জন্য। ক্লাইভ লয়েডের মতো কিংবদন্তির পাশাপাশি শিবনারায়ণ চন্দ্রপলও গায়ানার ক্রিকেটার। আইপিএল খেলা শিমরন হেটমায়ার ও কিমো পলরাও গায়ানার। ক্রিকেটের দেশে দাবার পাঠ? অতনু আগে গায়ানার দাবার মান জেনে নিতে চান। সেই মতো প্রশিক্ষণ দিতে চান। ইতিমধ্যেই দাবার অনলাইন ক্লাসও শুরু করে দিয়েছেন তিনি।
এর আগে নেপাল ও ভুটানের দাবা কোচ ছিলেন বাংলার অতনু। তাঁর নিয়োগ সম্পর্কে একটি বিবৃতিতে গায়ানা দাবা সংস্থার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কি ফার্লি জানিয়েছেন, অতনুকে প্রশিক্ষক হিসাবে পেয়ে গায়ানার দাবাড়ুরা উপকৃত হবে।
লয়েড-চন্দ্রপলদের দেশের দাবা কোচ হলেন বাংলার অতনু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Oct 2020 08:36 PM (IST)
খেলার জগতে গায়ানার পরিচিতি মূলত ক্রিকেটের জন্য। ক্লাইভ লয়েডের মতো কিংবদন্তির পাশাপাশি শিবনারায়ণ চন্দ্রপলও গায়ানার ক্রিকেটার। আইপিএল খেলা শিমরন হেটমায়ার ও কিমো পলরাও গায়ানার।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -