নয়াদিল্লি: বুধবার লখনউ সুপার জায়ান্টসকে একপেশে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ পরাজিত করার সঙ্গে সঙ্গেই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) সরকারিভাবে আইপিএল ২০২৪-র (IPL 2024) প্লে অফের দৌড় থেকে সরকারিভাবে ছিটকে গিয়েছে। ১২ ম্যাচের মাত্র চারটিতে জয় পেয়ে আপাতত লিগ তালিকায় নয়ে রয়েছে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। মুম্বই শিবিরের অন্দরমহলের পরিবেশ যে খুব একটা ভাল নয়, তা নিয়ে গোটা মরশুম জুড়েই জল্পনা-কল্পনা শোনা গিয়েছে। নতুন রিপোর্ট অনুযায়ী হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) অধিনায়কত্ব নিয়েও মুম্বই ইন্ডিয়ান্সের সিনিয়র ক্রিকেটাররা একেবারেই খুশি নন।


মরশুমের শুরু থেকেই রোহিত শর্মার থেকে নেতৃত্ব ছিনিয়ে নিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। মাঠে হার্দিকের বিরুদ্ধে স্লোগান, সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অনুরাগীরা। মুম্বই শিবির দুইভাগে ভাগ হয়ে যাওয়ার কানাঘুষোও শোনা গিয়েছে। এবার একাধিক রিপোর্ট অনুযায়ী মুম্বই ইন্ডিয়ান্সের সিনিয়াররা হার্দিকের নেতৃত্বের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি এক পরাজয়ের পর রোহিত, যশপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব একটি বৈঠক করেন যেখানে তাঁরা দলের মূল সমস্যা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। 


দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৫৮ রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের পরাজয় পর হার্দিক তিলক বর্মার ব্যাটিং নিয়ে সমালোচনা করেন। তাঁর মতে তিলকের অক্ষর পটেলর বিরুদ্ধে আরও আগ্রাসীভাবে ব্যাটিং করা উচিত ছিল এবং গোটা বিষয়টা 'গেম নলেজ'র অভাবে হয়েছে। সেই ম্য়াচে তিলকই মুম্বইয়ের হয়ে সর্বাধিক ৩২ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন। তিনিই এ মরশুমে পল্টনদের সর্বাধিক রানসংগ্রাহকও বটে। তা সত্ত্বেও তিলকের এই সমালোচনা মুম্বইয়ের সিনিয়াররা অনেকেই মেনে নিতে পারেননি বলে দাবি করা হয়েছে। 


মুম্বই ইন্ডিয়ান্সের অন্দরমহলে একাধিক ঝামেলার রিপোর্টের পর মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত নেয় কি না, সেটাই দেখার বিষয়। সামনের মরশুমের আগে মেগা নিলাম হওয়ার কথা আগেই জানিয়েছেন আইপিএল গর্ভনিং কাউন্সিলের প্রধান অরুণ ধুমাল। সেই অনুযায়ী মেগানিলাম হলে রোহিত, সূর্যদের মুম্বই ছাড়ার জল্পনাও কিন্তু ইতিমধ্যেই শোনা গিয়েছে। শেষমেশ কী হয়, সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: মানুষ, নাকি বাজপাখি! অবিশ্বাস্য দুই ক্যাচে লখনউকে জোর ধাক্কা নীতীশ-সনবীরের, রইল ভিডিও