মুম্বই: আইপিএল মরশুমের (IPL 2024) শুরু থেকেই বারংবার দর্শকদের ক্ষোভের মুখে পড়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আমদাবাদ হোক বা হায়দরাবাদ, দর্শকরা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের বিরুদ্ধে নিজেদের মনোভাব ক্ষোভ ব্যক্ত করেছেন। পল্টনদের ঘরের মাঠ ওয়াংখেড়েতেও সেই ধারা বদলাল না।


ওয়াংখেড়েতে রাজস্থানের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে টস করার সময়ই হার্দিকের নাম উচ্চারণ হতেই দর্শকরা নিজেদের ক্ষোভ উগরে দেন। মাঠ জুড়ে 'বু'-র মাঝে শেষমেশ সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) বাধ্য হয়েই দর্শকদের ঠিকভাবে আচরণ করার কথা মাইকেই ঘোষণা করেন। মঞ্জরেকর মাইকে টসের আগে দর্শকদের উদ্দেশে বলেন, 'আমার সঙ্গে দুই অধিনায়ক রয়েছেন। হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। সকলে অভিবাদন জানান এবং ঠিকঠাক আচরণ করুন।' তাতে অবশ্য লাভের লাভ কিছুই হয়নি। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


 






 


নতুন মরশুমের আগে হঠাৎ করেই রোহিত শর্মাকে সরিয়ে ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তন ঘটানো হার্দিক পাণ্ড্যকে মুম্বইয়ের নেতৃত্বের দায়ভার দেওয়া হয়। এই সিদ্ধান্তে পল্টন সমর্থকদের একাংশ চরম হতাশা প্রকাশ করেন। উপরন্তু, টুুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে মুম্বইকে। সানরাইজার্সের বিরুদ্ধে হারের পর সোশ্যাল মিডিয়াতে হার্দিককে প্রবল কটাক্ষের সম্মুখীন হতে হয়। আমদাবাদ এবং হায়দরাবাদ, উভয় জায়গাতেই হার্দিককে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়েছে। এবার ঘরের মাঠে প্রথম ম্যাচ। সেখানেও সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, তা নিশ্চিত করতেই এমসিএ-র তরফে দর্শকদের জন্য কিছু নিয়মাবলী নির্ধারিত করা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছিল।


যদিও সেই দাবি নস্যাৎ করা হয়। এমসিএ-র গতিবিধির সঙ্গে অবগত এক সূত্র জানিয়েছেন কেবল বিসিসিআইয়ের নির্ধারিত দর্শকদের আচরণবিধি পালন করা হবে। আলাদাভাবে এমসিএ-র তরফে কোনও নিয়মবিধি ধার্য করা হয়নি। সেই সূত্র জানান, 'এই ম্যাচের জন্য আলাদাভাবে কোনও নিয়ম চালু করা হয়নি। বিসিসিআই দর্শকদের আচরণবিধি সম্পর্কে বহু বছর আগেই নিয়ম নির্ধারণ করে দিয়েছিল। সেই নিয়মই এত বছর পালন করা হয়েছে এবং আমরা এই নিয়মই সবসময় অনুসরণ করি, তা সে আইপিএলের ম্যাচ হোক বা ঘরোয়া কোনও ক্রিকেট ম্যাচ।' সেই মাঠে নেমে কিন্তু দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হল হার্দিককে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: ইডেন থেকে সরছে কেকেআর-রাজস্থান দ্বৈরথ? বদলাচ্ছে ম্যাচের দিনক্ষণ?