আমদাবাদ: আইপিএলের ১৭তম (IPL 2024) সংস্করণের আগেই মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) বড় রদবদল ঘটেছে। রেকর্ড খেতাবজয়ী রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্বের দায়িত্ব হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) হাতে তুলে দেওয়া হয়েছে। প্রথম ম্যাচেই মুম্বই আবার রবিবার হার্দিকেরই প্রাক্তন দল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। সেই ম্যাচের আগে নিজের প্রাক্তন সতীর্থদের সঙ্গে দেখা করলেন হার্দিক। খোশমেজাজে আড্ডা দিতেও দেখা গেল তাঁকে।


হার্দিকের তত্ত্বাবধানে নিজেদের প্রথম আইপিএল মরশুমেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। গত মরশুমেও ফাইনালে পৌঁছেছিল ফ্র্যাঞ্চাইজি। তবে নতুন মরশুমের আগে ট্রেডিংয়ে হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন। অধিনায়কও হয়েছেন। অপরদিকে, গুজরাতের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমন গিল। ম্যাচের আগে অনুশীলনের সময় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত এবং মুম্বইয়ের ক্রিকেটারদের দেখা হয়ে গেল। সেখানেই শুভমন গিলকে আলিঙ্গন করা থেকে কোচ আশিস নেহরার সঙ্গে খোশমেজাজে আড্ডা দিতে দেখা যায় হার্দিককে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়।


 






গুজরাতের হয়ে হার্দিক পাণ্ড্য দুই মরশুমে অধিনায়কের পাশাপাশি খেলোয়াড় হিসাবেও দারুণ পারফর্ম করেন। তিনি ৩৭.৮৬ গড়ে ও ১৩৩-র স্ট্রাইক রেটে মোট ৮৩৩ রান করেন। ১১টি উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। তবে এবার ফের একবার পল্টনদের জার্সিতে দেখা যাবে হার্দিককে। গত বছরের বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি হার্দিক। তবে তিনি যে সম্পূর্ণ ফিট এবং মাঠে নামার জন্য প্রস্তুত, তা কিন্তু আগেভাগেই জানিয়ে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।


নিজেই সাংবাদিক বৈঠকে হার্দিক বলেন, 'আমি অবশ্যই বল করব আইপিএলে। বিশ্বকাপের সময় যে চোট পেয়েছিলাম তা সারিয়ে তুলেছিলাম গত জানুয়ারিতেই। আমি যখন পুরোপুরি ফিট হলাম, তখন আফগানিস্তান সিরিজ শুরু হয়ে গিয়েছিল। আর এরপর ম্য়াচ ছিল না সেভাবে। তাই আমি মাঠেও নামতে পারিনি। তবে আইপিএলে আমি পুরো ফিট হয়েই মাঠে নামতে চলেছি।' সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁর চোট সেরেছে। তাই বিশ্বকাপের আগে হার্দিক কেমন ফর্মে রয়েছেন, সেইদিকে ভারতীয় সমর্থকরাও নজরে থাকবেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: নজর প্রত্যাবর্তন ঘটানো পন্থের দিকে, আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাঞ্জাব-দিল্লি