মোহালি: আইপিএলের ১৭তম সংস্করণ (IPL 2024) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে চলেছে উত্তরের দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস (PBKS vs DC)। এই ম্যাচে সকলের নজর থাকবে একজনের দিকেই। তিনি ঋষভ পন্থ। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ১৪ মাস পরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। 


রাজধানীর ফ্র্যাঞ্চাইজির প্রতিপক্ষ পাঞ্জাব দলের নেতৃত্বেও আরেক দিল্লি তারকা শিখর ধবন। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়েই খেলেন শিখর। আইপিএলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শিখর। দুই দলই নতুন মরশুমে উদ্যমে নিজেদের প্রথম আইপিএল খেতাব জয়ের লক্ষ্য়ে মাঠে নামতে চলেছে। গত মরশুমে দুই দলের কেউই প্লে অফে পৌঁছতে পারেনি। তবে খাতায় কলমে কারুরই কিন্তু খুব বেশি দুর্বলতা চোখে পড়ে না। 


পাঞ্জাবের দলে যেখানে লিভিংস্টোন, বেয়ারস্টো, শিখর ধবন (Shikhar Dhawan), রাবাডা, অর্শদীপদের মতো একা হাতে ম্যাচ জেতানো তারকাদের ছড়াছড়ি। কিন্তু দলে বিশ্বমানের স্পিনারের অভাব রয়েছে। রাহুল চাহার রয়েছেন বটে, তবে তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব রয়েছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। অপরদিকে, দিল্লি দল পন্থের মতো ম্যাচ উইনারের প্রত্যাবর্তনে যে আরও শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য।


এতদিন পরে অবশেষে মাঠে ফিরছেন তিনি। ম্যাচের আগে কি স্নায়ুর চাপে ভুগছেন পন্থ? তিনি জানান, 'প্রত্যেকবার মাঠে নামলেই আলাদা অনুভূতি হয়। আমি যতক্ষণ বেশি সম্ভব ব্যাট করতে চাইছি। যাতে আরও উন্নতি করা যায়। খুব বেশি ভাবছি না। একদিন একদিন করে ধরে এগোচ্ছি। নিজের একশো শতাংশ দিচ্ছি। মাঠে নেমে উপভোগ করতে চাই। ক্রিকেটটা মজা করে খেলতে চাইছি। খুব একটা জটিলতা আনতে চাইছি না। শুধু নিশ্চিত করতে চাইছি মাঠে একশো শতাংশ দিতে।'


পাশাপাশি অক্ষর পটেল, কুলদীপ যাদব, অনরিক নখিয়াদের নিয়ে তৈরি দিল্লির বোলিং লাইন শক্তিশালী এবং বোলিংয়ে যথেষ্ট বৈচিত্রও রয়েছে। তবে দিল্লির মিডল অর্ডার খানিকটা দুর্বল। কিন্তু দুই দলেই ম্যাচ উইনারদের প্রাচুর্য কিন্তু এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকেই ইঙ্গিত করে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের সাম্প্রতিক পরিসংখ্যান কিন্তু দিল্লির পক্ষেই। শেষ পাঁচ সাক্ষাতের চারটিতেই জয় পেয়েছে দিল্লি। তবে গত মরশুমে একটি ম্যাচ জিতেছিল পাঞ্জাব। কিন্তু  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: ইডেন শুরু অভিযান, কী বলছে কেকেআর বনাম সানরাইজার্সের অতীত পরিসংখ্য়ান?